ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতে তৈরি প্রথম ফোন বাজারে আনল জিওনি

প্রকাশিত: ০৪:২৩, ২৯ অক্টোবর ২০১৫

ভারতে তৈরি প্রথম ফোন বাজারে আনল জিওনি

ভারতে তৈরি প্রথম ফোন বাজারে আনল চিনা সংস্থা জিওনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেক ইন ইন্ডিয়া কর্মসূচীর ডাকে সাড়া দিয়ে দেশেই ফক্সকনের সঙ্গে যৌথ উদ্যোগে ফোনটি তৈরি করেছে তারা। ‘এফ ১০৩’ ফোনটি চলবে এ্যান্ড্রয়েড সফটওয়্যারের ওপর ভিত্তি করে তৈরি আমিগো ৩.০ প্রযুক্তিতে। ৫ ইঞ্চির স্ক্রিনে দেখা যাবে এইচডি ছবিও। -অর্থনৈতিক রিপোর্টার বিদেশী মুদ্রা রিজার্ভের তালিকায় আসছে ইউয়ান আন্তর্জাতিকভাবে বিদেশী মুদ্রা রিজার্ভের তালিকায় ডলার, ইউরো, ইয়েন এবং পাউন্ডের পাশাপাশি এবার স্থান পেতে পারে চীনা ইউয়ান। সম্প্রতি এ কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। ইউয়ানকে রিজার্ভ মুদ্রার তালিকায় স্থান দিতে রাজনৈতিক কোন বাধা নেই বলেও জানিয়েছে আইএমএফ। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে নবেম্বরে আইএমএফ প্রধানদের বোর্ড মিটিংয়ে। বর্তমানে বিশ্বে সর্বোচ্চ ব্যবহার করা মুদ্রার তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ইউয়ান। -অর্থনৈতিক রিপোর্টার আফজাল হোসেন মঠবাড়িয়া সমবায় ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত মঠবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালনা পরিষদের নির্বাচনে পৌর আওয়ামী লীগ সভাপতি, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্ধিতা ছাড়াই দ্বিতীয়বারের মতো তিনি তিন বছর মেয়াদী এ দায়িত্ব পেলেন। কমিটির অন্য পদের নির্বাচন আগামী ১০ নবেম্বর অনুষ্ঠিত হবে। -বিজ্ঞপ্তি
×