ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিটি নির্বাচনে মানুষ হত্যাকারীদের প্রত্যাখ্যান করবে নগরবাসী ॥ নাসিম

প্রকাশিত: ০৫:২৫, ২১ এপ্রিল ২০১৫

সিটি নির্বাচনে মানুষ হত্যাকারীদের প্রত্যাখ্যান করবে নগরবাসী ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম খালেদা জিয়ার ব্যর্থ আন্দোলনের সমালোচনা করে বলেছেন, অনেক মানুষের রক্ত ঝরিয়ে বিএনপি নেত্রী শূন্যহাতে ঘরে ফিরেছেন। আন্দোলনে সব হারিয়ে তিনি এখন সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিচ্ছেন। এ নির্বাচনে নগরবাসী বোমাবাজ, মানুষ হত্যাকারীদের অবশ্যই প্রত্যাখ্যান করে সরকারের সাফল্য, শান্তি ও উন্নয়নের মূল্যায়ন করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকেই ভোট দেবেন। তিনি বলেন, কয়েকদিন আগেও যে নেত্রীর নির্দেশে নিরপরাধ সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, সে নেত্রীর ভোট আহ্বান এ দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। স্বাস্থ্যমন্ত্রী সোমবার সন্ধ্যায় কাজীপুরের হাটশিরা গ্রামে সাড়ে তিন ’শ পরিবারের মধ্যে বিদ্যুত সংযোগ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত হাটশিরা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীন। সভায় বক্তব্য দেন পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার প্রকৌশলী তুষার কান্তি দেবনাথ, ডিজিএম সুলতান নাসিমুল হক, কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার, উপজেলা নির্বাহী অফিসার সাফিউল ইসলাম, লুৎফর রহমান, আল আমিন ও আসলাম। আওয়ামী লীগের এই সিনিয়র নেতা আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। জনগণ যখন নানা উন্নয়নের সুফল পেতে শুরু করেছে, তখন খালেদা জিয়া দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করার জন্য সন্ত্রাস, নৈরাজ্য, হত্যা ও ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন। তিনি দেশের উন্নয়ন কাজে বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানান।
×