ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বোমাবাজির রাজনীতি বিএনপিকে জনবিচ্ছিন্ন করে ফেলেছে ॥ ও. কাদের

প্রকাশিত: ০৫:২০, ৬ এপ্রিল ২০১৫

বোমাবাজির রাজনীতি বিএনপিকে জনবিচ্ছিন্ন করে ফেলেছে ॥ ও. কাদের

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ৫ এপ্রিল ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন জ্বালাও পোড়াও বোমাবাজির এই রাজনীতি বিএনপিকে জনবিচ্ছিন্ন করে ফেলেছে। বিএনপির বর্তমান পদক্ষেপ তাদের বিলম্বিত বোধোদয় না সাময়িক কৌশল তা আগামীদিনের তাদের কর্মকা-ে বোঝা যাবে। রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেপুরে ফোর লেনের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপির এ পদক্ষেপকে সরকার পক্ষ থেকে স্বাগত জানাই। ভবিষ্যতে তারা রাজনীতিতে স্বাভাবিক ও বাস্তবতার পথ অনুসরণ করবে এমনটাই প্রত্যাশা করছি। বেগম জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা প্রসঙ্গে মন্ত্রী বলেন- তিনি আগে আদালতে গেলে আগেই জামিন পেতেন বলে আমার বিশ্বাস। সরকার কোন কিছু আইনের সীমা লঙ্ঘন করেনি। গ্রেফতারি পরোয়ানাসহ বিভিন্ন বিষয় আইনের পথ অনুসরণ করেছে, বিষয়টি ঠা-া মাথায় হেন্ডেল করেছে। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ সরকার আমলে ৯টি সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ কোন প্রকার হস্তক্ষেপের প্রমাণ কেউ দিতে পারবে না। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনগুলো নিরপেক্ষ হবে। সরকার নির্বাচন কমিশনের ওপর কোন কর্তৃত্ব করবে না। ঢাকা-চট্টগ্রাম ফোর লেনের কাজ চলতি বছর শেষ হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারী ও সড়ক বিভাগের কর্মকর্তার উপস্থিত ছিলেন।
×