ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অল্পের জন্য রক্ষা

প্রকাশিত: ০৫:৩৯, ৯ মার্চ ২০১৫

অল্পের জন্য রক্ষা

একটি দুর্ঘটনার ভার বইতে সারাজীবন। এই কথাটি সকলের জানা থাকলেও আমরা প্রায়ই অসতর্কভাবে কাজ করি। ফলে অনাকাক্সিক্ষত দুর্ঘটনার জের সারাজীবন বয়ে বেড়াতে হয়। কিন্তু একটু সাবধান হলে হয় তো ছোট ছোট অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব। ছবির পথচারীকে রবিবার জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে দেখা যায়। অপরদিক থেকে আসা একটি দ্রুতগামী চলন্ত বাসে অল্পের জন্য পিষ্ট হননি তিনি। এই অনবধানতা ও সড়কে চলাচলে নিয়মের ব্যত্যয় কারও কাম্য হতে পারে না। যাত্রাবাড়ীর চৌরাস্তা থেকে ছবিটি ক্যামেরাবন্দী করেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×