বাংলানিউজ ॥ সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুলআজিজ আল সউদের মৃত্যুতে সমবেদনা জানাতে রিয়াদে পৌঁছেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। শনিবার রিয়াদের স্থানীয় সময় দুপুর দুটো ৪০ মিনিটে বাদশাহ খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। রিয়াদে নিযুক্ত রাষ্ট্রদূত শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমানবন্দরে সৌদি সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে স্বাগত জানায়। এ সময় রাষ্ট্রদূতসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতিকে রাজকীয় অতিথি ভবন ‘রয়্যাল প্যালেসে’ নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান রাষ্ট্রদূত শহীদুল ইসলাম।
রাষ্ট্রপতি সৌদি পৌঁছেছেন
প্রকাশিত: ০৭:৫৪, ২৫ জানুয়ারি ২০১৫
আরো পড়ুন
শীর্ষ সংবাদ: