ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

মহাত্মা গান্ধী ছিলেন নিবেদিতপ্রাণ ॥ আত্রাই আশ্রমে রাবির ভিসি

প্রকাশিত: ০৪:০৫, ৬ ডিসেম্বর ২০১৪

মহাত্মা গান্ধী ছিলেন  নিবেদিতপ্রাণ ॥  আত্রাই আশ্রমে  রাবির ভিসি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৫ ডিসেরম্বর ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মিজান উদ্দিন বলেছেন, মহাত্মা গান্ধী সাধারণ মানুষের কল্যাণে ছিলেন নিবেদিতপ্রাণ। সাম্রাজ্যবাদের জাঁতাকলে নিষ্পেষিত মানুষকে মুক্ত করতে তিনি ছিলেন বদ্ধপরিকর। তাই ভারতবর্ষকে ইংরেজ সাম্রাজ্যবাদের দখলমুক্ত করতে তিনি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, তা ছিল এক মাইলফলক। সাম্প্রদায়িকতার উর্ধে থেকে হিন্দু-মুসলিম সকলকে নিয়ে মহাত্মা গান্ধী আন্দোলন করে ভারতবর্ষকে দখলমুক্ত করেছিলেন। তাঁর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে।

আরো পড়ুন  

×