ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

গণ-অভ্যুত্থান দিবসে পটুয়াখালীতে জামায়াতের গণমিছিলে হাজারো মানুষের ঢল

সিকদার জোবায়ের হোসেন,পটুয়াখালী

প্রকাশিত: ১৯:৪৬, ৫ আগস্ট ২০২৫

গণ-অভ্যুত্থান দিবসে পটুয়াখালীতে জামায়াতের গণমিছিলে হাজারো মানুষের ঢল

‘গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে পটুয়াখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত গণমিছিলে অংশ নিতে হাজার হাজার মানুষ ঢল নামে। সকাল থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা জড়ো হতে থাকেন শহীদ মিনার চত্বরে।

সেখান থেকে একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। স্লোগানে মুখরিত এই মিছিলে জাতীয় রাজনীতি, মূল্যবোধ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। গণমিছিলে নেতৃত্ব দেন পটুয়াখালী জেলা জামায়াতের আমীর নাজমুল আহসান।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি শহীদুল ইসলাম কায়সারী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ফখরুদ্দিন খান রাজি, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আন নাহিয়ান এবং শিবির পটুয়াখালী জেলা শাখার সভাপতি রাকিবুল ইসলাম নূর।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে গণ-অভ্যুত্থানের ইতিহাস স্মরণ করে বলেন, জনগণের অধিকার আদায়ে ইসলামী আন্দোলনকে আরও বেগবান করতে হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের আকাঙ্ক্ষা পূরণে একটি গণভিত্তিক পরিবর্তন প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন।

আফরোজা

×