ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

আধুনিক কৃষি প্রযুক্তি এবং কৃষকের জীবন পরিবর্তন

এলেন বিশ্বাস, উত্তরা, ঢাকা

প্রকাশিত: ২২:৩০, ৩০ জুলাই ২০২৫

আধুনিক কৃষি প্রযুক্তি এবং কৃষকের জীবন পরিবর্তন

ছবি সংগৃহীত

বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড কৃষি। যুগের পর যুগ ধরে কৃষকরা প্রথাগত উপায়ে চাষাবাদ করে আসলেও প্রযুক্তির অগ্রগতির ফলে বর্তমানে কৃষির চেহারা অনেকটাই বদলে গেছে। আধুনিক কৃষি প্রযুক্তি যেমন মেশিন দ্বারা চাষাবাদ, সেচ ব্যবস্থার উন্নয়ন, উন্নত জাতের বীজ, ড্রোন ব্যবহার, এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আবহাওয়ার পূর্বাভাস জানা এসব কৌশল কৃষকদের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এনেছে।

একসময় কৃষক মানেই ছিল আর্থিক দীনতা, মৌসুমি বেকারত্ব এবং নির্ভরতা। বর্তমানে প্রযুক্তি ব্যবহারে কৃষকরা একই জমিতে বেশি ফলন পাচ্ছেন, কম খরচে চাষ করতে পারছেন, এমনকি সার ও কীটনাশকের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারছেন। ডিজিটাল অ্যাপ, ইউটিউব চ্যানেল বা কৃষি হেল্পলাইন ব্যবহার করে অনেকে নিজেই হয়ে উঠছেন সফল উদ্যোক্তা।

উন্নত কৃষি যন্ত্রপাতি যেমন পাওয়ার টিলার, হারভেস্টার, কম্বাইন মেশিন কৃষকের শ্রম কমিয়েছে এবং উৎপাদন বেড়েছে বহুগুণে। আগে যেখানে ১০ জন মিলে একটি জমি কাটা হতো কয়েক দিনে, এখন একাই একজন কৃষক আধুনিক যন্ত্রে ঘন্টা খানেকেই ফসল সংগ্রহ করতে পারছেন।

তবে সব কিছুর পরেও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষকদের প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া, উপযুক্ত অর্থায়ন পাওয়া এবং যন্ত্রপাতির সহজলভ্যতা নিশ্চিত করা এখনো অনেক এলাকায় সীমিত। তাছাড়া, যেসব কৃষক প্রযুক্তির বাইরে রয়েছেন, তারা দিন দিন প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন।

তবুও নিঃসন্দেহে বলা যায়, আধুনিক কৃষি প্রযুক্তি বাংলাদেশের কৃষিতে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এখন সময় এই প্রযুক্তিকে আরও বেশি ছড়িয়ে দেওয়া, কৃষকদের প্রশিক্ষণ দেওয়া এবং আর্থিক সহযোগিতা নিশ্চিত করার। তাহলেই টেকসই কৃষি ও কৃষকের সম্মানজনক জীবনযাত্রা সম্ভব হবে।

 

রাজু

×