
ছবি: সংগৃহীত
উজানের ঢলে হঠাৎ বেড়েছে তিস্তার পানি। এতে তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে বন্যা আতঙ্ক। মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যা ১০ টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপরে ৫২.২০ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হয়। যা বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিতের বিষয়টি নিশ্চিত করেছেন ডালিয়া ব্যারাজ পয়েন্টের পানির স্থর পরিমাপক নুরুল ইসলাম।
পানির চাপ বেড়ে যাওয়ায় আদিতমারী উপজেলার ধুবনি এলাকায় একটি পুরনো বাঁধ ভেঙে গেছে। এর ফলে পানি ঢুকতে শুরু করেছে লোকালয়ে। স্থানীয়দের ভাষ্য, দুপুরের পর থেকেই পানি বাড়তে থাকে, বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে স্রোতের গতি বাড়ে। সন্ধ্যার পর থেকে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। বর্তমানে দ্রুত গতিতে পানি তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে প্রবেশ করছে।
লালমনিরহাট সদর উপজেলার পাকারমাথা এলাকার কৃষক মাহফুজুল আলম জানান, নিচু জমির বীজতলা ইতোমধ্যেই ডুবে গেছে। আদিতমারীর মহিষখোচা ইউনিয়নের বারঘরিয়া এলাকাতেও পানি ঢুকছে বলে জানান স্থানীয় বাসিন্দা রিপন মিয়া। তিস্তার চরাঞ্চলের অনেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নদী পার হয়ে উচু স্থানে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, “তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করেছে। নদী তীরবর্তী ধুবনি এলাকায় একটি বাধ ক্ষতিগ্রস্ত হয় পানি লোকালয়ে ঢুকতে শুরু করেছে। তবে আগামী ২৪ ঘণ্টা পানি স্তর স্থিতিশীল থাকতে পারে এবং এরপর তা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।”
আসিফ