ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

কুয়াকাটা সংলগ্ন গভীর সাগরবক্ষে ১৫ জেলেসহ ট্রলার ডুবি

৮৪ ঘন্টা সাগরে ভাসার পরে শঙ্কাজনক অবস্থায় ১০ জেলে উদ্ধার, নিখোঁজ পাঁচ জনের তিন জনের মৃত্যু!

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ২২:৫৮, ২৯ জুলাই ২০২৫; আপডেট: ২২:৫৮, ২৯ জুলাই ২০২৫

৮৪ ঘন্টা সাগরে ভাসার পরে শঙ্কাজনক অবস্থায় ১০ জেলে উদ্ধার, নিখোঁজ পাঁচ জনের তিন জনের মৃত্যু!

চারদিন তিন রাত সাগরে ভাসার পরে শঙ্কাজনক অবস্থায় ১০ জেলেকে উদ্ধার করা হয়েছে। গভীর সাগরবক্ষ থেকে অপর ট্রলারের জেলেরা এদেরকে উদ্ধার করে নিয়ে আসেন। কিন্তু এখন পর্যন্ত বাকি পাঁচ জেলের কোন খোঁজ মেলেনি। সোমবার দিবাগত রাত তিনটার পর থেকে উদ্ধার হওয়া জেলেদের কলাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরা হচ্ছেন কলাপাড়ার মঞ্জুপাড়া গ্রামের রাজিব (২৫), রাহাত (৩০), ছোটবালিয়াতলী গ্রামের সাগর (২২), হারুন (২৭), পশ্চিম মধুখালী গ্রামের সাগর হাওলাদার (২৩), মুসলিমপাড়া গ্রামের ইব্রাহিম হাওলাদার (২৬), বালিয়াতলী গ্রামের হাসান (৩০), তাহেরপুর গ্রামের হাসান (৩৩) ,আমতলীর শাখারিয়ার রফিক মৃধা (৪০) ও নোয়াখালীর হারুন (৪৫)। এর মধ্যে রাজিব, রফিক মৃধা ও রাহাতকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি সাত জন কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে ওই ট্রলারে থাকা আরও বাকি পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। এরা হলেন, মাঝি আব্দুর রশিদ, গিয়াস উদ্দিন, ইদ্রিস, কালাম ও নজরুল। এসব পরিবারে এখন অজানা আতঙ্ক বিরাজ করছে। নিখোঁজদের মধ্যে জেলে নজরুল, বাবুর্চি কালাম নামের দুই জনসহ তিনজনের মৃত্যু হয়েছে বলে উদ্ধার হওয়া জেলেরা দাবি করেছেন।

প্রাণে বেঁচে যাওয়া উদ্ধার হওয়া হাসপাতালে চিকিৎসাধীন জেলে হারুন জানান, গত বুধবার সকালে তারা নম্বরবিহীন একটি ট্রলার নিয়ে ১৫ জেলে সাগরবক্ষে মাছ শিকারে যান। গভীর সাগরে জাল ফেলে মাছ ধরছিলেন। এরই মধ্যে শুক্রবার সকাল ১০টার দিকে সাগর ভয়াল উত্তাল হয়ে উঠে। এক পর্যায়ে উত্তাল ঢেউয়ের তোড়ে তাঁদের ট্রলারটি ডুবে যায়। ঘটনার সময়েই নজরুল নামের একজন স্ট্রোক করেন। এছাড়া বাবুর্চি কালামসহ আরো এক জেলে মারা গেছেন বলে তাঁদের ধারনা। ডুবন্ত ট্রলারের সঙ্গেই তাঁকে জালের মধ্যে রাখা হয়। এরপর তারা জীবনের ঝুঁকি নিয়ে লাইফ জ্যাকেট ও জালের ফ্লোট ধরে ১২ জনে সাগরে দিনরাত ভাসতে থাকেন। এর মধ্যে এক পর্যায়ে দুই জন ছিটকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। শেষ পর্যায়ে সোমবার মধ্যরাতে অপর একটি ট্রলার তাদের ১০জনকে দেখতে পেয়ে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। 

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক জানান, তিনি হাসপাতালে গিয়ে উদ্ধার হওয়া চিকিৎসাধীন থাকা জেলেদের খোঁজ-খবর নিয়েছেন। নিখোঁজ ও নিহতদের ব্যাপারেও খোঁজ-খবর রাখছেন।

 

রাজু

×