ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে হেরোইনসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার

রিপন ইসলাম শেখ, নীলফামারী

প্রকাশিত: ২২:৩৫, ২৯ জুলাই ২০২৫; আপডেট: ২২:৩৬, ২৯ জুলাই ২০২৫

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে হেরোইনসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার

ছবিঃ সংগৃহীত

নীলফামারী জেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) এক অভিযানে হেরোইনসহ এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় আরও দুই মাদক কারবারি পুলিশের হাত থেকে পালিয়ে গেছে। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে উদ্ধার করা হয়েছে তিন গ্রাম হেরোইন, মাদক বিক্রয়ের নগদ অর্থ ও দুটি মোবাইল ফোন।

মঙ্গলবার (২৯ জুলাই) জেলা পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খানের নির্দেশনায় ডিবি পুলিশের পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ দল নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের বনবিভাগ গ্রামে অভিযান চালায়। অভিযানের সময় মাদক ক্রয়-বিক্রয়ের ঘটনায় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। তবে পুলিশের দ্রুত পদক্ষেপে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আবুল বাশার (৪৪), যিনি নীলফামারী সদরের সওদাগড়পাড়ার বাসিন্দা। তার কাছ থেকে এক গ্রাম হেরোইন জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, পলাতক আসামি মোছাঃ নাছরিন আক্তার (২৯) ও তার স্বামী মোঃ সাদ্দাম হোসেন (৩০) তাকে হেরোইন সরবরাহ করে। পরে ওই দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে আরও দুই গ্রাম হেরোইন, সাত হাজার পঞ্চাশ টাকা নগদ অর্থ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধার করা হয়েছে:

  • হেরোইন: ৩ গ্রাম (আনুমানিক মূল্য ৩০,০০০ টাকা)

  • নগদ অর্থ: ৭,০৫০ টাকা

  • মোবাইল ফোন: ১টি GDL (মডেল: G301) ও ১টি Benco (মডেল: E12)

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আবুল বাশারের বিরুদ্ধে দুটি, নাছরিন আক্তারের বিরুদ্ধে দুটি এবং সাদ্দাম হোসেনের বিরুদ্ধে চারটি মাদক মামলা রয়েছে। তারা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

আবুল বাশারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(ক)/৪১ ধারায় নীলফামারী সদর থানায় মামলা (নং-২৮, তারিখ: ২৮/০৭/২০২৫) দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে।

ইমরান

×