ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

রাঙামাটির বাঘাইহাটে ইউপিডিএফ দূর্গে একে-৪৭সহ বিপুল অস্ত্র উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, রাঙামাটি

প্রকাশিত: ১৮:২৩, ২৯ জুলাই ২০২৫

রাঙামাটির বাঘাইহাটে ইউপিডিএফ দূর্গে একে-৪৭সহ বিপুল অস্ত্র উদ্ধার

রাঙামাটির বাঘাইহাটের গহীন জঙ্গলে সাজেক ইউনিয়নের মাচালং নরেন্দ্র কারবারি পাড়ায় মঙ্গলবার ভোর ৫টার দিকে সেনাবাহিনী ও ইউপিডিএফ’র মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। ওই সময় সেনাবাহিনী অভিযান চালিয়ে ইউপিডিএফের একটি বড় আস্তানা ধ্বংস করেছে।

অভিযানকালে সেনারা একে-৪৭ রাইফেলসহ একটি একে-৪৭ ম্যাগাজিন, তিনটি দেশীয় বন্দুক, একটি দেশীয় পিস্তল, ছয় রাউন্ড গুলি, একটি কার্তুজ, ৪২টি খালি কার্তুজ, বিপুল পরিমাণ গোলাবারুদ, চারটি ওয়াকিটকি সেট ও ব্যাটারি, একটি অ্যামুনিশন পাউচ, একটি জিপিএস ডিভাইস, তিনটি কলম আকৃতির ভিডিও ক্যামেরা, দুটি বোতাম আকৃতির ক্যামেরা, ইউপিডিএফ লং লাইভ লেখা পাঁচটি আর্মব্যান্ড, ইউপিডিএফের তিনটি পতাকা, বিভিন্ন ধরণের ১০টি বই এবং চাঁদা আদায়ের দুটি রশিদ বই উদ্ধার করেছে।

এ সংক্রান্ত তথ্য মঙ্গলবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়েছে। তবে অস্ত্র উদ্ধারের বিষয়ে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা এক প্রেসবিজ্ঞপ্তিতে এই ঘটনা অস্বীকার করেছেন।

শেখ ফরিদ

আরো পড়ুন  

×