ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা

শরীয়তপুরের নিহত দুই শিক্ষার্থীর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন বিমান বাহিনীর প্রতিনিধি দল 

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর

প্রকাশিত: ১৮:১৮, ২৯ জুলাই ২০২৫; আপডেট: ১৮:১৮, ২৯ জুলাই ২০২৫

শরীয়তপুরের নিহত দুই শিক্ষার্থীর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন বিমান বাহিনীর প্রতিনিধি দল 

ছবি: জনকণ্ঠ

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শরীয়তপুরের দুই শিক্ষার্থীর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন বিমান বাহিনীর একটি টিম। মঙ্গলবার বিকেল ৩টায় বিমান বাহিনীর প্রধানের পক্ষ হতে উইং কমান্ডার আল আমিনের নেতৃত্বে বিমান বাহিনীর ১৩ সদস্যের একটি টিম শরীয়তপুরে সখিপুরের ডিএমখালী মাঝিকান্দি গ্রামে পৌঁছায়। এসময় তারা ওই গ্রামের আবুল কালাম মাঝির ছেলে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে নিহত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ ছামীমের (১৩) কবর জিয়ারত করেছেন।

এসময় তাঁরা নিহত আব্দুল্লাহ ছামীমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে রাষ্ট্রীয় সামরিক মর্যাদা প্রদান করেন। তারা নিহতের আত্মীয়-স্বজনদের সাথে কথা বলেন এবং তাদের সান্তনা দেন। এসময় নিহত ছামীমের ভাই জাহিদুল ইসলাম, চাচা লাল মিয়া মাঝি, ফুপু হামিদা বেগম ও মামা সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, নিহতের ভাই, আত্বীয়স্বজন, জনপ্রতিনিধি, পুলিশ সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিল।
এসময় উইং কমান্ডার আল আমিন বলেন, “ছামীম এবং আয়মানসহ যত স্টুডেন্ট শহীদ হয়েছে বিমান দুর্ঘটনায়, তারা এখন বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য। মাননীয় বিমান বাহিনীর প্রধান বলে দিয়েছেন, তারা বিমান বাহিনীর সদস্য। আমরা যে ধরনের সুযোগ সুবিধা, সাপোর্ট বর্তমান ও ভবিষ্যতে পেয়ে থাকি, তারাও সে ধরনের সুযোগ সুবিধা পাবে। তিনি আরো বলেন, মাইলস্টোনে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা সত্যি হৃদয় বিদারক। আমরা এর জন্য গভীর শোক প্রকাশ করছি। এ ঘটনায় শহীদ হওয়া ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাই। যারা আহত হয়ে চিকিৎসাধীন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমরা বিমান বাহিনী প্রধানের নির্দেশে নিহত ছামীম ও আয়মানের প্রতি সমবেদনা জানাতে এসেছি। তিনি বলেছেন, মাইনস্টোনে নিহত সকল শিশুকে বিমান বাহিনীর সদস্য করে নেওয়া হয়েছে।
এরপর বিমান বাহিনীর ১৩ সদস্যের টিম বিকেল পাঁচটায় বিমান দুর্ঘটনায় নিহত ৪র্থ শ্রেণির শিক্ষার্থী আয়মানের(১০) গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামে যান এবং একইভাবে সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন।

শিহাব

×