ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

নেত্রকোনায় বাবরকে নিয়ে এনসিপি নেতার মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা 

প্রকাশিত: ১৭:৪৬, ২৯ জুলাই ২০২৫; আপডেট: ১৭:৪৭, ২৯ জুলাই ২০২৫

নেত্রকোনায় বাবরকে নিয়ে এনসিপি নেতার মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ছবি: দৈনিক জনকন্ঠ।

জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জড়িয়ে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারীর আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সচেতন আলেম ও ছাত্র-জনতার ব্যানারে জেলা শহরের বড়বাজার এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের সহকারী মহাসচিব গাজী আব্দুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন: জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু, জেলা যুবদলের ১নং সহসভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি, হেফাজতে ইসলামের সদস্যসচিব মাওলানা মাজহারুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা আতাউর রহমান, ওলামা দলের হাফেজ মিসবাহুদ্দিন তালুকদার, খেলাফত যুব আন্দোলনের মুফতি মুসা শেখ, খেলাফত মজলিসের মুফতি মো: আব্দুল্লাহ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহরুল আলম রাজু, খেলাফত আন্দোলনের মাওলানা জাকির হোসেন, ছাত্রনেতা মাওলানা বীন ইয়ামিন, মাওলানা আবরার ফাহাদ, মাওলানা মোতালিব খান ও হাফেজ সাইফুল্লাহ প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, ‘লুৎফুজ্জামান বাবর একজন আলেম-ওলামাবান্ধব মজলুম জননেতা। আদালতে মিথ্যা প্রমাণিত হওয়া একটি ঘটনায় তাঁকে জড়িয়ে আপত্তিজনক বক্তব্য দেয়ায় আমরা চরম সংক্ষুব্ধ হয়েছি।’ তারা নাসিরুদ্দীন পাটোয়ারীকে তার বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আহ্বান জানান। 

জানা গেছে, গত রবিবার নেত্রকোনা জেলা সদরের পুরাতন কালেক্টরেট চত্বরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা উপলক্ষে সমাবেশ হয়। সমাবেশে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে উদ্দেশ্য করে বলেন, ‘বাংলাদেশে অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বড় ঘটনা হলো দশ ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেল করতেই না পারেন, তাহলে নিয়ে আসলেন কেনো? এই অস্ত্র কাহিনীর কারণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে। অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে। আঞ্চলিক সংঘাত বেড়েছে।’ 

পাটোয়ারী আরও বলেন, ‘আপনার এই কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারেনি। হাসিনার মতো খুনি ফ্যাসিস্ট ক্ষমতায় এসেছিল। গত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর যে নির্যাতন, নিপীড়ন, গুলি ও রক্ত ঝরানোর ঘটনা ঘটেছে, তার জন্য ইতিহাসের কাঠগড়ায় আপনিও দায়ী থাকবেন।’ 

পাটোয়ারীর এ বক্তৃতায় জেলাজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। জেলা সদর ছাড়াও বাবরের নির্বাচনী এলাকা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে (নেত্রকোনা-৪) দফায় দফায় মিছিল ও সমাবেশ হয়।

মিরাজ খান

×