ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

চাটমোহরে পুকুর থেকে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, চাটমোহর, পাবনা

প্রকাশিত: ১৬:৫৭, ২৫ জুলাই ২০২৫

চাটমোহরে পুকুর থেকে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার

পাবনার চাটমোহরে পুকুরে মাছ ধরার সময় একটি বিষ্ণুমূর্তি পাওয়া গেছে। 
শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রাম এলকার মহসীন আলীর পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। 

পুকুর মালিক মহসীন আলী জানান, তার পুকুরে মাছ ধরার জন্য পানি কমানোর জন্য সেচপাম্প লাগান। পুকুরে পানি কমেগেলে মাছ ধরার জন্য পুকুরে নামলে পাথরের মতো একটা কিছু পায়ে লাগে। তুলে দেখা যায় সেটি একটি মূর্তি। তাৎক্ষনিক স্থানীয় পুলিশকে ফোন দিয়ে জানানো হয়। পুলিশ এসে মূর্তিটি নিয়ে যায়। 

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধরী বলেন, আনুমানিক দেড় হাজার বছরের পুরনো বিষ্ণুমূর্তি এটি। চাটমোহরের ইতিহাস ঐতিহ্য সম্পর্কিত গবেষণায় এই প্রতœতাত্ত্বিক নিদর্শন সহায়তা ভূমিকা রাখবে। 

হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতিকুল ইসলাম জানান, উপজেলার মাঝগ্রাম এলাকার একটি পুকুর থেকে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। মূর্তিটি পাথরের, কালো বর্ণের এবং এর ওজন এখনো মাপা হয়নি। বিষয়টি প্রতœতাত্ত্বিক অধিদপ্তর বগুড়ায় জানানো হয়েছে। তারা বিষ্ণুমূতিটি সংরক্ষণের ব্যবস্থা করবেন।

Jahan

×