
ছবি: সংগৃহীত
মেঘনা মোহনার ভাসান চর সংলগ্ন খুঠার চর এলাকায় সাগরের তীরে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেলের নাম ইউসুফ (৩৫)। তিনি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর গ্রামের ৫নং ওয়ার্ডের বাসিন্দা ও মৃত মালেক দেওয়ানের পুত্র।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে রাজাপুর এলাকার জেলে কামাল চৌকিদারের মালিকানাধীন একটি ফিশিং বোর্ডে করে কয়েকজন জেলে ভাসান চর উপকূলে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে বোর্ডটি উল্টিয়ে যায়। তখন জম ইউসুফ পানিতে পড়ে নিখোঁজ হন। সাথের অন্যান্য জেলেরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি।
ঘটনার পরপরই স্থানীয় জেলেরা ও কোস্ট গার্ড সদস্যরা নিখোঁজ জেলেকে উদ্ধারে তল্লাশি অভিযান চালায়। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরিবারের সাথে কথা বলে জানা যায, ইউসুফ তার ছেলে সন্তান ও স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকতেন। মাছের সিজনে তিনি কামাল চৌকিদারের বোর্ডে সাগরে মাছ ধরেন। প্রতিদিনের মত গতকাল রাত মাছ ধরা অবস্থায় হঠাৎ ঝড়ের কবলে পরে মাছ ধরার বোর্ডটি উল্টে যায়। এসময় তিনি পানির স্রোতে তলিয়ে যায়৷ অনেক চেষ্টা করেও তাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। এ সংবাদ লেখা অবধি শুক্রবার বিকাল ৩টা পযর্ন্ত তিনি নিখোঁজ রয়েছেন৷
এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসনের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা৷
ফারুক