ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

"জুলাইয়ের ৩৬ দিন" তথ্যচিত্র নিয়ে ফারুকীর যে প্রতিক্রিয়া

প্রকাশিত: ১১:৩৩, ২৫ জুলাই ২০২৫

ছবি: সংগৃহীত

আলোচিত তথ্যচিত্র "জুলাইয়ের ৩৬ দিন: উন্মোচিত হচ্ছে শেখ হাসিনার গোপন আদেশনামা" নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা এবং বিশিষ্ট নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন,
“Zulkarnain Saer এন্ড দ্য টিম। গ্রেট ওয়ার্ক। খুনী এবং তার সহযোগীদের বিচারের মধ্য দিয়েই বাংলাদেশ সামনে আগাবে!”

প্রসঙ্গত, এই তথ্যচিত্রটি ২০২৫ সালের ২৪ জুলাই প্রচার করে আল জাজিরার তদন্ত ইউনিট (আই-ইউনিট)। এতে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত ‘জুলাই বিপ্লব’ বা গণ-অভ্যুত্থানের সময়কার নেপথ্যের ঘটনা ও রাষ্ট্রীয় দমনপীড়নের গোপন নির্দেশনাগুলোর চিত্র তুলে ধরা হয়।
তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের নাটকীয় পরিণতির পেছনে থাকা সিদ্ধান্ত, নির্দেশনা ও প্রক্রিয়া – সবকিছুই তথ্য-প্রমাণসহ বিশ্লেষণ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ও তার দল।

ফারুকীর এই স্ট্যাটাসকে অনেকেই ব্যাখ্যা করছেন তথ্যচিত্র নির্মাতা দলের প্রতি একপ্রকার আনুষ্ঠানিক স্বীকৃতি এবং গণতান্ত্রিক বিচারপ্রক্রিয়ার প্রতি প্রত্যাশা হিসেবে।

তথ্যচিত্রটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে, অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনে এবং আন্তর্জাতিক পরিসরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই একে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে দেখছেন।

আসিফ

×