
ছবি: সংগৃহীত
সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আমান আযমীর টেলিভিশনের টক শো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বলেন, "আমি মনে করি 'টক শো' বন্ধ করা উচিত। ঝগড়া, কুৎসা রটনা, গুজব ছড়ানো, নির্লজ্জ মিথ্যাচার, গলাবাজি করে বেহায়ার মতো বচন – এসব দিয়ে জাতির কী লাভ হচ্ছে?"
তিনি আরও প্রশ্ন রাখেন, "মির্যা গালিব, শিশির মনির টাইপের কেউ কি আছেন টক শো-তে?"
আযমীর মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে টেলিভিশনের টক শোগুলো রাজনৈতিক বিতর্ক, পারস্পরিক দোষারোপ ও অপমানজনক ভাষার ব্যবহারের কারণে নানা মহলে সমালোচিত হচ্ছে।
আসিফ