
চিতলমারীতে ২২ বছর পর বিএনপির সম্মেলন, সভাপতি টুলু,সম্পাদক অপু
বাগেরহাটের চিতলমারী উপজেলার বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২২ বছর পর অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা বিএনপির আহবায়ক মমিনুল হক টুলু বিশ্বাসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,কবুতর উড়িয়ে করতালির মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। প্রধান বক্তা ছিলেন, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। উদ্বোধক ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহব্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। সম্মানিত অতিথি এসএম শাহাদাত হোসেন বাংলাদেশ গনতান্ত্রিক পার্টি চেয়ারম্যান ও যুগপৎ আন্দোলন ও জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতা।
বিশেষ বক্তা ছিলেন, বিএনপি নেতা এম এ সালাম, শেখ মুজিবর রহমান, এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, মঞ্জুর মোরশেদ স্বপন, যুগ্ম আহবায়ক শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, সহকারী অধ্যাপক মোঃ হাদী উজ্জামান হিরো, রুনা গাজী। অনুষ্ঠান সঞ্চালনা করেন, আহসান হাবীব ঠান্ডু।
ভোট গণনা শেষে রাতে বিজয়ীদের নাম ঘোষণা করেন শমসের আলী মোহন। সভাপতি মোঃ মমিনুল হক টুলু বিশ্বাস আনারস প্রতীক, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু ফুটবল প্রতীক, সাংগঠনিক সম্পাদক এ্যাড,ফজলুল হক মাছ প্রতীক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবু সাইকেল প্রতীক বিজয়ী হন।
তাসমিম