ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

শেরপুর জেলা কারাগারে সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধে অভিযান শুরু

মারুফুর রহমান, শেরপুর

প্রকাশিত: ২০:৩৪, ৯ জুলাই ২০২৫

শেরপুর জেলা কারাগারে সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধে অভিযান শুরু

“কারাবন্দীদের সুস্থ রাখার দায়িত্ব আমাদের। ডেঙ্গুর মতো প্রাণঘাতী রোগ থেকে তাদের রক্ষা করতে সচেতনতার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসঙ্গে বন্দীদের মানসিক প্রশান্তির জন্য কারাগারে বিনোদনেরও সুযোগ রাখা হয়েছে”। উক্ত কর্মসূচির উদ্বোধনকালে এই বক্তব্য দেন শেরপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ।

একইসঙ্গে জেলার মো. আব্দুস সেলিম বলেন, “বন্দীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আমাদের এই প্রচেষ্টা চলমান থাকবে। কারাগার শুধু শাস্তির স্থান নয়, এটি সংশোধনের ক্ষেত্র। সেই উদ্দেশ্যেই প্রতিটি কার্যক্রম সাজানো হচ্ছে।”

‘বাসা-বাড়ির আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু প্রতিরোধ করি’, এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে শুরু হয় সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন কর্মসূচি। এর আওতায় কারাগারের ভেতরে ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার, কীটনাশক ছিটানো এবং সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হচ্ছে।

পরিচ্ছন্নতা কার্যক্রমে স্বেচ্ছাশ্রমে অংশ নিয়েছে শেরপুর জেলা রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থা। সংস্থার সভাপতি আজিজুল হক আজিজ বলেন, “কারাগারে থাকা মানুষও আমাদের সমাজেরই অংশ। তাদের কল্যাণে কাজ করতে পারাটা আমাদের সামাজিক দায়িত্ব।”

সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, “আমরা চাই কারাগার কেন্দ্রিক এমন মানবিক উদ্যোগ যেন নিয়মিত চলমান থাকে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি জেলার সেলিনা আক্তার রেখা, সহ-সভাপতি আরমান খান ও যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন পাঠান। সংশ্লিষ্টদের আশা, এই কর্মসূচির মাধ্যমে শেরপুর কারাগারে বসবাসকারী বন্দীদের স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

আঁখি

×