ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

মশাবাহিত রোগ প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ

নিজস্ব সংবাদদাতা, মেলান্দহ, জামালপুর

প্রকাশিত: ১৯:১২, ৯ জুলাই ২০২৫

মশাবাহিত রোগ প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ

ছবিঃ সংগৃহীত

মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্য রক্ষায় সচেতনতামূলক ও প্রতিরোধমূলক উদ্যোগ হিসেবে জামালপুরের মেলান্দহ উপজেলায় শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) বিকেল ৫টার দিকে মেলান্দহ উমির উদ্দিন পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীর হাতে মশারি তুলে দেওয়া হয়। এই কার্যক্রমটির সার্বিক পৃষ্ঠপোষকতা করেন ঢাকাস্থ জামালপুর উলামা পরিষদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও সমাজসেবক এহসানুল হক মঞ্জু। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে মশাবাহিত রোগের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। স্বাস্থ্যবিধি মেনে চলা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই এ সমস্যার সমাধান সম্ভব। আজকের এই উদ্যোগ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন ও সুস্থ রাখতে সহায়ক হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম রেজা, যিনি এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রমে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকলের অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহন তালুকদার, যিনি বলেন—আমাদের শিক্ষার্থীরা শুধুমাত্র পাঠ্যপুস্তক নয়, স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতার বিষয়েও শিক্ষা নিচ্ছে। আজকের এই মশারি বিতরণ তাদের বাস্তব জীবনে ব্যবহার উপযোগী এবং গুরুত্বপূর্ণ শিক্ষার একটি অংশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামালপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহের উল্লাহ, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাকের মেলান্দহ প্রতিনিধি শাহজামাল, স্থানীয় সাংবাদিক আলমগীর আহমেদ শাহজাহান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে এক প্রতিক্রিয়ায় কয়েকজন শিক্ষার্থী জানান, মশারির অভাবে অনেকেই ঘুমাতে কষ্ট পায় এবং অসুস্থ হয়ে পড়ে। এ ধরনের মানবিক উদ্যোগ তাদের পরিবারেও সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করবে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব আরোপ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এরই অংশ হিসেবে এই উদ্যোগটি স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।

ইমরান

×