ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

শিক্ষকরাই পাড়ে সমাজ বদলে দিতে: খন্দকার আবু আশফাক 

বিপ্লব ঘোষ, দোহার-নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশিত: ১৯:০১, ৯ জুলাই ২০২৫

শিক্ষকরাই পাড়ে সমাজ বদলে দিতে: খন্দকার আবু আশফাক 

ছবি: দৈনিক জনকণ্ঠ

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন, কেবল শিক্ষকরাই পাড়ে সমাজ বদলে দিতে। তারা হলেন মানুষ গড়ার  কারিগড়। আগামীর বাংলাদেশ বিনির্মানে তাই শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য। 

'নবাবগঞ্জ উপজেলার শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার মানোন্নয়নে কলেজ পর্যায়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভায়' প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুধবার (৯ জুলাই) দুপুরে সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ৮টি কলেজের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 

খন্দকার আবু আশফাক বলেন, আমরা জানি, আওয়ামী ফ্যাসিস্টরা বিগত নির্বাচনে দায়িত্বরত শিক্ষকদের বিতর্কিত করেছে। তারা আপনাদের জোর করে দিনের ভোট রাতে করতে বাধ্য করেছে। আপনাদের সামনে ব্যালট নিয়ে সিল মেরে বাক্সে ভরেছে। অনেক সময়ে তারা ভোটের আগের রাতে নিজেরাই বাক্স ভরে রেখে আপনাদের চুপ থাকতে বাধ্য করেছে। নতুন বাংলাদেশে সে রকম সময় আর ফিরবে না।

তিনি বলেন, সম্মানিত শিক্ষকগণ, এটা সে ফ্যাসিস্ট যুগ নয়। আগামীর নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন। আপনারা স্বাধীন, মুক্ত চিন্তায় ভোট গ্রহন করবেন। আপনাদের বাঁধা দেয়, মুখ লুকিয়ে রাখতে হয়, এমন কোন পরিস্থিতি আর সৃষ্টি হবে না। যদি কেউ ঝামেলা করার চেষ্টা করে আমি আপনাদের পাশে থাকবো।

সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের অধ্যক্ষ প্রফেসর সদানন্দ মধু মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। 

অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন।
আরও বক্তব্য রাখেন পিকেবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহ আজিজুর রহমান, শিকারীপাড়া তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেন, শোল্লা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ, নবাবগঞ্জ পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান প্রমুখ।

ফারুক

×