ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

অতিবৃষ্টিতে রূপসী ঝর্ণায় আটকে ছিলেন ৮ পর্যটক, ৯৯৯ নম্বরে ফোনে উদ্ধার

প্রকাশিত: ১৮:১৮, ৯ জুলাই ২০২৫

অতিবৃষ্টিতে রূপসী ঝর্ণায় আটকে ছিলেন ৮ পর্যটক, ৯৯৯ নম্বরে ফোনে উদ্ধার

চট্টগ্রামের মীরসরাই উপজেলার রূপসী ঝর্ণায় অতিবৃষ্টিজনিত স্রোতে আটকে পড়া ৮ জনকে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ দল। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেওয়ার পরপরই এই উদ্ধার অভিযান পরিচালিত হয়।

বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা কলেজ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ও আর্মি ইউনিভার্সিটির আটজন সীতাকুণ্ডের বড় দারোগাহাট হয়ে ট্রেকিং করে রূপসী ঝর্ণা এলাকায় ঘুরতে যান। ঝর্ণা থেকে ফেরার পথে অতিবৃষ্টির কারণে পাহাড়ি ঝিরিপথগুলো তীব্র স্রোতে পরিণত হয়, ফলে তারা ফিরে আসতে না পেরে আটকে পড়েন।

পরিস্থিতি অনুধাবন করে তাদের একজন 

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে উদ্ধারের অনুরোধ জানান। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর এএসআই কাজল ভূঁইয়া এবং কনস্টেবল আল-মামুন। তারা তাৎক্ষণিকভাবে মীরসরাই ফায়ার সার্ভিস এবং থানা পুলিশকে ঘটনাটি জানিয়ে উদ্ধার কাজ শুরু করতে বলেন।

পরে ৯৯৯-এর পুলিশ ডিসপ্যাচার এএসআই হারুনুর রশীদ এবং ফায়ার সার্ভিস ডিসপ্যাচার ফায়ার ফাইটার মো. হানজালাল উদ্ধার সংশ্লিষ্ট দলের সঙ্গে সমন্বয় করেন।

খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিসের একটি দল অ্যাম্বুল্যান্সসহ রওনা দেয় এবং মীরসরাই থানার একটি টিম তাদের সঙ্গে অভিযানে অংশ নেয়। প্রচণ্ড বৃষ্টিপাতে দুর্গম হয়ে যাওয়া পথে পায়ে হেঁটেই তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে দড়ি টানিয়ে একে একে সবাইকে নিরাপদে পার করে আনা হয় এবং তাদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়। 

সানজানা

×