
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশ পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার পাচরুখী গ্রামের ব্যবসায়ী ওয়াছি উদ্দিনের ছেলে সিরাজুল ইসলামের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
গৃহকর্তা সিরাজুল ইসলাম জানান, রাত ৩টার দিকে তার বাড়ির দোতলা ভবনের নিচতলার জানালার গ্রিল কেটে ২০/২৫ জনের মুখোশধারী ডাকাতদল বাড়িতে প্রবেশ করে। পরে বাড়ির কাজের মেয়ে যমুনাকে পুলিশের পোশাক পরিহিত একজন ডেকে নিয়ে বাড়ির মালিক সিরাজুলকে ডেকে উঠান। তার রুমে ঢুকে সিরাজুল ইসলামকে মশারি খুলতে বলেন, তখন তিনি পুলিশ মনে করে আইনের প্রতি শ্রদ্ধা রেখে মশারি খুলে ফেলেন।
সাথে সাথে ডাকাতদল রুমে প্রবেশ করে তার স্ত্রী সুফিয়া বেগম, ছেলে মিনহাজুলসহ সবাইকে গামছা এবং গেঞ্জি দিয়ে হাত-পা বেঁধে ফেলে। ডাকাতদল ছুরি, চাপাতি, সাবলসহ দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে আলমারি ভেঙে ৩২ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ৬০ হাজার টাকাসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল নিয়ে যায়।
ডাকাতদের বিভিন্ন রঙের কাপড় দিয়ে মুখ বাঁধা ছিল। তাদের বয়স অনুমান ২৫-৩০ বছরের মধ্যে হবে। ডাকাতির কালে ডাকাতদল বিভিন্ন এলাকার আঞ্চলিক ভাষায় কথা বলে।
নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহদি ইসলাম (গ সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ডাকাতদের চিহ্নিত করে গ্রেপ্তারসহ মালামাল উদ্ধারে কাজ করছে পুলিশ।
আফরোজা