ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

পায়ে পেরেক ফুটেছিল, পুশ করা হলো কুকুরে কামড়ের ভ্যাকসিন

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম

প্রকাশিত: ১৫:০০, ৯ জুলাই ২০২৫

পায়ে পেরেক ফুটেছিল, পুশ করা হলো কুকুরে কামড়ের ভ্যাকসিন

ছবি: জনকণ্ঠ

চট্টগ্রামের মীরসরাইয়ে পায়ে পেরেক ফুটে যন্ত্রণায় হাসপাতালে গিয়েছিল এক কিশোর। কিন্তু চিকিৎসা নিতে গিয়ে যে ওষুধ পুশ করা হলো, তা ছিল জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন—যেটা সাধারণত কুকুর, বিড়াল বা শিয়ালের কামড়ের পর প্রয়োগ করা হয়। এতে কিশোরের পরিবারে ছড়িয়েছে আতঙ্ক।
ঘটনাটি ঘটেছে ৩০ জুন মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিশোরের নাম শাফায়েত হোসেন নাঈম (১৪)। তিনি উপজেলার দক্ষিণ সোনাপাহাড় গ্রামের বাসিন্দা এবং স্থানীয় এক গ্যারেজে কাজ করেন।
শাফায়েত বলেন, ‘গ্যারেজে কাজ করার সময় আমার ডান পায়ের তালুতে পেরেক ঢুকে যায়। পরে সহকর্মী ইকবালকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। সেখানে আমাকে দুটি ইনজেকশন দেওয়া হয়—একটা টিটেনাস, আরেকটা পরে জানতে পারি কুকুরে কামড়ানোর ভ্যাকসিন।’
বিষয়টি প্রথমে না জানলেও পরে স্থানীয় এক ফার্মেসিতে গিয়ে ওষুধ কেনার সময় বিষয়টি ধরা পড়ে। শাফায়েত বলেন, ‘ফার্মেসির লোক জিজ্ঞেস করলেন, আমাকে কুকুর বা বিড়াল কামড়েছে কি না। আমি বললাম না, শুধু পেরেক ফুটেছে। তখন তিনি বলেন, আমাকে ভুল ইনজেকশন দেওয়া হয়েছে।’
শাফায়েতের বাবা সালাহ উদ্দিন বলেন, ‘ঘটনার পর ছেলের শরীরে জ্বর দেখা দেয়। পরে আমি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে দেখা করি। তিনি জানান, ইন্টার্ন মেডিকেল অ্যাসিসট্যান্ট নাজমুল হাসান ভুলবশত ওই ইনজেকশন দিয়েছেন এবং তাঁকে বরখাস্ত করা হয়েছে।’
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ মিনহাজ উদ্দিন বলেন, ‘ভুল হয়েছে—স্বীকার করছি। আমাদের জরুরি বিভাগে জনবলের অভাব আছে। ১৭টি পদের বিপরীতে মাত্র ৫ জন কর্মরত। কিছু স্বেচ্ছাসেবক ইন্টার্ন হিসেবে কাজ করছেন, তাদের মধ্যে একজনের এই ভুল। তবে ভ্যাকসিনটি প্রোটেকটিভ, এতে স্বাস্থ্যগত ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।’
তবে কিশোরের পরিবার বলছে, ‘ভুল চিকিৎসার কারণে যদি ভবিষ্যতে কোনো জটিলতা হয়, তার দায় সংশ্লিষ্টদের নিতে হবে। উন্নত চিকিৎসার জন্য সব খরচ তাদের বহন করতে হবে।’

শিহাব

×