ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

প্রবল বর্ষণে বরিশালের জনজীবন বিপর্যস্ত

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১০:৪২, ৯ জুলাই ২০২৫

প্রবল বর্ষণে বরিশালের জনজীবন বিপর্যস্ত

ছবি: জনকণ্ঠ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরিশাল অঞ্চলজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পরেছে। সাধারণ মানুষ সহসা ঘর থেকে বের হতে পারছেন না। বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর সঞ্চালনশীল মেঘমালা ধেয়ে এসে বরিশালসহ উপকূলভাগজুড়ে গত চারদিনের লাগাতার মাঝারি থেকে ভারী বর্ষণে জনজীবনে স্বস্তি নেই। 

আবহাওয়া বিভাগ থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত বরিশালসহ উপকূলজুড়ে ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা জারী রাখা হয়েছে। গত চারদিনের টানা বৃষ্টিতে বরিশাল সিটি করপোরেশনসহ আশেপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নগরীর উল্লেখযোগ্য অধিকাংশ সড়ক এখন পানির নিচে। ফলে কমেছে যানবাহন চলাচল। আর এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।

চারদিনের টানা প্রবল বর্ষণে নগরীর নবগ্রাম রোড, বটতলা, অক্সফোর্ড মিশন রোড, মুন্সির গ্যারেজ, গোরস্তান রোড, হালিমা খাতুন স্কুল সংলগ্ন গলি, সাগরদী হাউজিং, বিএম স্কুল রোড, কালিবাড়ী রোড, ব্রাউন্ড কম্পাউন্ড, কালুশাহ সড়কসহ নগরীর অধিকাংশ রাস্তাঘাট পানিতে তলিয়ে এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সচেতন নগরবাসীরা জানিয়েছেন, একটানা ভারি বর্ষণে নগরীতে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে মশার উপদ্রব বাড়ার পাশাপাশি চরম ভোগান্তিতে পরেছে সাধারণ জনগণ।

আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মাসে বরিশালে স্বাভাবিক ৪৩৫ মিলিমিটারের স্থলে বরিশালে ৪৯০ থেকে ৫৭০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিলো। তবে মাসের প্রথম আটদিনেই বরিশালে প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে গত দুইদিনেই বৃষ্টিপাতের পরিমাণ ছিল প্রায় ১০০ মিলিমিটার। 

আবহাওয়া বিভাগ আগামী ২৪ ঘন্টায় বরিশালসহ উপকূলীয় এলাকায় মাঝারী ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়ে রাখলেও আরো অন্তত পাঁচদিন মাঝারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনার কথা বলা হয়েছে। পরবর্তীতে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা প্রশমিত হবার সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়া বিভাগ থেকে বরিশালসহ এ অঞ্চলের সবগুলো নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হলেও উপকূলীয় এলাকাসহ বন্দর এলাকার ওপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাবার আশঙ্কায় পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রাখা হয়েছে। 

যে কারণে বরিশালের উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের মাছ ধরারত সব নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সাব্বির

আরো পড়ুন  

×