ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার

ইসলামী সমাজ বিনির্মাণে রুকনেরা সামনে থেকে নেতৃত্ব দেবেন

স্টাফ রিপোর্টার, বরিশাল 

প্রকাশিত: ১০:৪০, ৯ জুলাই ২০২৫; আপডেট: ১০:৫০, ৯ জুলাই ২০২৫

ইসলামী সমাজ বিনির্মাণে রুকনেরা সামনে থেকে নেতৃত্ব দেবেন

ছবি: দৈনিক জনকণ্ঠ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার বলেছেন, মানুষের প্রত্যাশা পূরণে রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জনমানুষের আস্থা অর্জন এবং ইসলামী সমাজ বিনির্মাণে রুকনেরা সামনে থেকেই নেতৃত্ব দেবেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশালের গৌরনদী উপজেলা শাখার আয়োজনে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আব্দুল জব্বার আরও বলেছেন, রুকনিয়াত কোনো পদ নয়, এটি একটি মান-উন্নয়নের ধাপ। রুকনদের নিজেদের আমল, চরিত্র ও আচরণে এমন একটি আদর্শ মডেলে পরিণত হতে হবে, যাকে দেখে কর্মী, সমর্থক ও সাধারণ জনগণ অনুপ্রেরণা লাভ করতে পারে।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের যোগ্য প্রার্থী বরিশাল বিভাগীয় শুরা সদস্য হাফেজ মাওলানা আলহাজ কামরুল ইসলাম খান সাহেবকে ভোট দেওয়ার জন্য মানুষ অপেক্ষায় রয়েছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ইসলামের পক্ষে জনগণের ভোট প্রদানের ক্ষেত্র তৈরি করতে হবে।

গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন আল-হেলাল দাখিল মাদ্রাসা মিলনায়তনে মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আল-আমিন।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মো. মাহফুজুর রহমান, বরিশাল বিভাগীয় শুরা সদস্য ও বরিশাল-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আলহাজ কামরুল ইসলাম খান, জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মো. সাইফুল ইসলাম।

বক্তব্য রাখেন, আগৈলঝাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মো. আলাউদ্দিন মিয়া, গৌরনদী উপজেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল মো. বায়েজিদ হোসেন শরীফ, পৌর জামায়াতের আমির আলহাজ মাওলানা মো. হাফিজুর রহমান, সেক্রেটারী জেনারেল অধ্যাপক আবদুল আজিজ, সহকারী সেক্রেটারী মো. রুহুল আমিন সবুজ, পৌর বাইতুল মাল সেক্রেটারী মো. ছিদ্দিকুর রহমান, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আমির মোস্তফা আনোয়ারুল ইসলাম টিপু, মাওলানা মো. জাকির হোসেন প্রমুখ।

নোভা

আরো পড়ুন  

×