ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

আকাশমনি ও ইউক্যালিপটাসের চারা ধ্বংস ও ক্ষতিপূরন কার্যক্রম

এম হেলাল উদ্দিন নিরব, চন্দনাইশ, চট্টগ্রাম

প্রকাশিত: ২০:০৯, ৮ জুলাই ২০২৫

আকাশমনি ও ইউক্যালিপটাসের চারা ধ্বংস ও ক্ষতিপূরন কার্যক্রম

চট্টগ্রামের চন্দনাইশে  উপজেলা কৃষি অফিস কতৃক নিষিদ্ধ ঘোষিত  উৎপাদনকৃত আকাশমনি ও ইউক্যালিপটাস এর চারা ধ্বংস ও ক্ষতিপূরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। 

মঙ্গলবার (৮ জুলাই) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃক উপজেলার বাগিচাহাটের ফখরুদ্দিনের নার্সারিতে এ কার্যক্রম পরিচালনা করা হয়। 

চলতি বছরের ১৫ মে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ অধিশাখা থেকে এক প্রজ্ঞাপন জারি করে  সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচিতে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা তৈরি ও রোপণ এবং বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার।

এতে উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, উপজেলা কৃষি অফিসার মো: আজাদ হোসেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার ইশতিয়াক আহমদ আরিফ, উপ-সহকারী কৃষি অফিসার মো: দেলোয়ার হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে ও জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গিকার পূরণে এ দুটি প্রজাতির গাছের চারা তৈরি, রোপণ এবং বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।

কৃষি অফিসার কৃষিবিদ আজাদ হোসেন বলেন, এসব গাছের পানি শোষণক্ষমতা বেশি ও মাটিকে রুক্ষ করে তোলে। তাই দেশের জীববৈচিত্র্য রক্ষায় আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশি প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়নের নির্দেশনা দেন তিনি।

Jahan

×