ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ১৪:৫৫, ৮ জুলাই ২০২৫; আপডেট: ১৫:১১, ৮ জুলাই ২০২৫

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারীরা ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বরের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। এর আগে বিভিন্ন উপজেলা থেকে সিভিল সার্জন এর কার্যালয় সামনে এসে জড়ো হন তারা। ৩ ঘণ্টা ধরে বেলা ১১ টা পর্যন্ত এ কর্মসূচি চলে।

স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি হচ্ছে, নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ ১১তম গ্রেডে উন্নীতকরণ, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ, পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিযুক্ত সকল কর্মরত স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শকদের স্নাতক স্কেলে আত্মীকরণ, টাইম স্কেল ও উচ্চতর গ্রেড অন্তর্ভুক্ত করে পুনঃনির্ধারিত বেতন স্কেল প্রদান এবং পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের ১১তম গ্রেডে সরাসরি অন্তর্ভুক্তি করা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, সদর উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান, দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি ওয়ালিদুর রহমান এবং জীবননগর উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান।

বক্তারা অবিলম্বে দাবিগুলো বাস্তবায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দাবিগুলো বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

স্বাস্থ্য সহকারীরা জানান, ৬ দফা বাস্তবায়ন হলে দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও টেকসই হবে। অন্তর্বর্তী সরকার ২৬ হাজার স্বাস্থ্য সহকারীর ন্যায্য দাবি বাস্তবায়ন করে বৈষম্যের অবসান ঘটাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

রাজীব হাসান কচি/রাকিব

×