ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

লক্ষ্মীপুরে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর

প্রকাশিত: ১৩:০১, ৮ জুলাই ২০২৫

লক্ষ্মীপুরে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

ছবি: জনকণ্ঠ

কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী চাকরিতে ১৪তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’ দেওয়াসহ স্বাস্থ্য অধিদপ্তর প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক শিক্ষাগত যোগ্যতা স্মাতক/ সমমানসংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নতিকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতি ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গেড প্রদারসহ ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার সকাল থেকে প্রচন্ড ভারী বর্ষণ তথা প্রতিকুল আবহাওয়াকে উপেক্ষা করে লক্ষ্মীপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন (ইপিআই) স্বাস্থ্য সহকারীরা। এদিন সকাল ৮ টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের জেলা শাখার ব্যানারে সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান নেন জেলায় কর্মরত সকল (ইপিআই) স্বাস্থ্য সহকারীরা। 

এ সময় তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর রোগ প্রতিরোধে তারা কাজ করেন। স্বাস্থ্য সহকারীরা অপ্রতুল সুযোগ-সুবিধা ও সীমিত জনবল নিয়েও দেশের প্রত্যন্ত অঞ্চলে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এ পর্যন্ত তাদের পদে কোনো পরিবর্তন হয়নি। বেতন কাঠামোতে রয়েছে চরম বৈষম্য। স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন অ্যাসোসিয়েশনের নেতাদের। দাবি মানা না হলে কমপ্লিট শাটডাউন দিয়ে সেবা বন্ধ করে দেয়ার হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের লক্ষ্মীপুর জেলা শাখা সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সানি সদর সভাপতি মোঃ ইসরাফিল, সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ ৫ উপজেলার কর্মরত (ইপিআই) স্বাস্থ্য সহকারী।

আবির

×