ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

দায়িত্ব বুঝে নিল ড্রাইডক

নতুন ব্যবস্থাপনায় নিউমুরিং কন্টেইনার টার্মিনালের কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ০০:৫৯, ৮ জুলাই ২০২৫; আপডেট: ০১:০০, ৮ জুলাই ২০২৫

নতুন ব্যবস্থাপনায় নিউমুরিং কন্টেইনার টার্মিনালের কার্যক্রম শুরু

নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড কর্তৃপক্ষ

নৌ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী রবিবার মধ্যরাতে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বুঝে নিয়েছে নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড কর্তৃপক্ষ। আগামী ছয় মাস ড্রাইডকের পরিচালনায় থাকবে এনসিটি। এতে বেসরকারি টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেকের দীর্ঘ সময়ের একচেটিয়া কর্তৃত্বের অবসান ঘটল।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, পরবর্তী অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত ড্রাইডক কর্তৃপক্ষ এনসিটি পরিচালনার দায়িত্ব পালন করবে। তিনি জানান, ডাইরেক্ট প্রকিউরমেন্ট পদ্ধতিতে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডকে এ কাজ দেওয়া হয়েছে। গত রবিবার সাইফ পাওয়ার টেকের সঙ্গে সম্পাদিত চুক্তি শেষ হওয়ার পর নৌবাহিনীর পরিচালনায় ড্রাইডক দিয়ে এনসিটির কার্যাদি সম্পাদন করার প্রক্রিয়া শুরু হয়েছে।

অন্তর্বর্তী সরকার বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেক দিয়ে এনসিটির কার্যক্রম পরিচালনায় অনাগ্রহী হওয়ায় ড্রাইডক কর্তৃপক্ষের মাধ্যমে নৌ সদস্যদের সহায়তায় আগামী ছয় মাস পর্যন্ত এটি চালানো হবে। উল্লেখ্য, এনসিটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সবচেয়ে বড় টার্মিনাল। বন্দরের সিংহভাগ কন্টেইনার হ্যান্ডলিং এই টার্মিনালের মাধ্যমে হয়ে থাকে।

সাইফ পাওয়ারটেকের কর্মচারীদের মাধ্যমে নৌবাহিনী এ টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিয়ে সোমবার সফলভাবে তাদের পরিচালনার কাজ সম্পন্ন করেছে। বন্দর সচিব ফারুক জানান, সাইফ পাওয়ারটেকের সঙ্গে যে সকল শ্রমিক-কর্মচারী কাজ করে আসছিলেন তারাই নতুন ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত থাকছেন। অর্থাৎ, কাজের পদ্ধতিতে কোনো ধরনের পরিবর্তন আসেনি। শুধুমাত্র ব্যবস্থাপনায় বদল হয়েছে। সঙ্গত কারণে বন্দর কর্তৃপক্ষ আশা করছে, নতুন উদ্যোমে বন্দরের কন্টেনার হ্যান্ডলিং কার্যক্রম পরিচালিত হবে। এতে করে প্রবৃদ্ধি বৃদ্ধির চেষ্টা চালানো হবে।
এনসিটিতে রয়েছে চারটি জেটি। এসব জেটিতে গতবছর কন্টেনার হ্যান্ডলিংয়ের  প্রায় ৪৪ শতাংশ সম্পন্ন হয়। বন্দরের নিজস্ব অর্থায়নে অর্থাৎ ৪৬৯ কোটি টাকায় এনসিটির পাঁচটি জেটি নির্মাণ হওয়ার পর এটিকে অপারেশনাল কাজে যুক্ত করা হয়। 
এই এনসিটি পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের কথা জানিয়েছিল বিগত সরকার। ওই সরকারের মতোই অন্তর্বর্তী সরকার দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ড নামে একটি প্রতিষ্ঠানকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার চিন্তাভাবনা করছে। কিন্তু এ প্রক্রিয়ার বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং সুশীল সমাজ সরব হওয়ায় সরকার পক্ষে আপাতত ড্রাইডককে দিয়ে নৌবাহিনীর সহায়তায় এনসিটি পরিচালনার কার্যক্রম শুরু করেছে। 
বলা হয়েছে, আপাতত ছয় মাস ড্রাইডক এ কার্যক্রম চালাবে। এরপর কী হবে তা এখনও সরকার পক্ষে পরিষ্কার করা হয়নি। এর পাশাপাশি ডিপি ওয়ার্ল্ডকে দায়িত্ব দেওয়ার বিষয়টিও নাকোচ করা হয়নি। সঙ্গত কারণে এনসিটি পরিচালনার দায়িত্বে আগামীতে কারা আসছে তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে।

প্যানেল হু

×