ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

সোলারচালিত ঘাস কাটার মেশিন উদ্ভাবন

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ২২:৩১, ৭ জুলাই ২০২৫

সোলারচালিত ঘাস কাটার মেশিন উদ্ভাবন

শিক্ষার্থীদের উদ্ভাবিত সোলারচালিত ঘাস কাটার মেশিন

বিদ্যুৎ সাশ্রয়ী, সম্পূর্ণ সৌরশক্তিতে পরিবেশবান্ধব ঘাস কাটার মেশিন উদ্ভাবন করেছেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এই নতুন উদ্ভাবন কৃষি ও সৌন্দর্য সংরক্ষণের কাজে যুগান্তকারী পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উদ্ভাবনটি করেছেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজি বিভাগের পঞ্চম ও সপ্তম পর্বের শিক্ষার্থীরা। মেশিনটিতে ব্যবহৃত হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ডিসি মোটর, সোলার প্যানেল, রিচার্জেবল ব্যাটারি এবং ধারালো ঘূর্ণনক্ষম ব্লেড। সৌর প্যানেলের মাধ্যমে এটি চার্জ নিয়ে দীর্ঘ সময় নিরবচ্ছিন্নভাবে ঘাস কাটতে সক্ষম।

সোমবার দুপুরে প্রকল্পের দলনেতা হাসান হোসেন জানান, ভবিষ্যতে কৃষিকাজ ও সৌন্দর্য রক্ষায় একটি সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব সমাধান হিসেবে কাজ করতেই এই যন্ত্রটি উদ্ভাবন করা হয়েছে। তিনি বলেন, বিদ্যুৎ না থাকলেও মেশিনটি কাজ করতে পারে, ব্যয়ও তুলনামূলক কম। ফলে এটি যে কোনো প্রান্তিক অঞ্চলে ব্যবহারযোগ্য।
মেশিন তৈরিতে ব্যবহৃত উপকরণগুলোর মধ্যে রয়েছে-একটি সোলার প্যানেল, ডিসি মোটর, রিচার্জেবল ব্যাটারি, কাটার ব্লেড, ফ্রেম, চাকা, তার, কানেক্টর, সুইচসহ কিছু ছোট যন্ত্রাংশ। সহকারী উদ্ভাবক রাহাত খান জানান, প্রতিষ্ঠান থেকে প্রাথমিক সহযোগিতা পাওয়া গেলেও আরও সহায়তা পেলে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের পথ উন্মুক্ত হবে।
মেকানিক্যাল বিভাগের চিফ ইন্সট্রাক্টর ও পাওয়ার বিভাগের প্রধান অমল কৃষ্ণ রায় বলেন, ছাত্রদের উদ্ভাবনী কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। এতে শিক্ষার্থীরা বাস্তবমুখি প্রযুক্তি শিক্ষার অভিজ্ঞতা অর্জন করছে। বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার রকিব উল্লাহ বলেন, এই উদ্ভাবন আমাদের প্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয়। এটি শুধু শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাই নয়, বরং দেশের টেকসই প্রযুক্তি উন্নয়নের পথকেও তুলে ধরেছে। আমরা এই প্রজেক্টকে বড় পরিসরে প্রদর্শনের পরিকল্পনা করছি।

প্যানেল হু

আরো পড়ুন  

×