
ছবি: জনকণ্ঠ
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিণ বত্রিশ হাজারি নাপিত পাড়া নামক স্থানে পুরাতন কালভার্টটি ঝুঁকিপূর্ণ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মহিষখোচা ইউনিয়ন হইতে আদিতমারী উপজেলা যাওয়ার এটি একমাত্র প্রধান সড়ক। দীর্ঘদিন সংস্কারের অভাবে কালভার্টের উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বর্তমানে কালভার্টের উপর দিয়ে চলাচল করতে গিয়ে অনেকে বিপদের সম্মুখীন হচ্ছে। এ অবস্থার প্রেক্ষিতে বিকল্প কোন পথ না থাকায়, অনেক কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে মহিষখোচা ইউনিয়ন সহ লালমনিরহাট জেলার মানুষ। বিশেষ করে রাতে আধারে যারা চলাচল করছে ভ্যান, মোটরসাইকেল, অটো রিকশা, বাইসাইকেল নিয়ে তারা হঠাৎ বিপদে পড়ছে।
যানবাহন চালকরা বলেন, দীর্ঘ ৫ বছরেরও বেশি সময় থেকে কালভার্টটির বেহাল দশা। প্রায় সময় আমরা দুর্ঘটনার কবলে পড়ি। আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে কালভার্টটি যাতে সংস্কার করা হয়।
এলাকাবাসী বলেন, প্রায় সময় এখন দুর্ঘটনা ঘটে। জনপ্রতিনিধি, প্রশাসন কেউ এটির সংস্কারের ব্যবস্থা গ্রহণ করছে না। আমাদের দাবি উচ্চ মহলের কাছে যাতে এই কালভার্টটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হয়।
৬নং ভাদাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ কান্ত রায় (বিদুর) বলেন, অনেক দিন থেকে কালভার্টটির বেহাল দশা। প্রায় সময় দুর্ঘটনা ঘটে। এই বিষয়ে আমি উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলেছি অনেক বার কিন্তু সুফল পাইনি।
সাব্বির