ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

মির্জাপুরে ফসলি জমির মাটি লুটের মচ্ছব

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, টাঙ্গাইল

প্রকাশিত: ২২:২৭, ৩ মে ২০২৫

মির্জাপুরে ফসলি জমির মাটি লুটের মচ্ছব

অবকাঠামো ধ্বংস করে দিনে-রাতে চলছে মাটি লুট

মির্জাপুরে নদী ও ফসলি জমির মাটি লুট চলত রাতে। কিন্তু এখন মাটি লুট হচ্ছে দিনেদুপুরে। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নদীর অবকাঠামো ধ্বংস করে প্রতিদিন শত শত ট্রাক মাটি লুটে নিচ্ছে মাটিখেকো ব্যবসায়ী এবং ইটভাঁটির মালিকরা। শুধু নদীর অবকাঠামো ধ্বংস নয়, দুই ফসলি, তিন ফসলি জমির মাটি এক্সকেভেটর (ভেকু) মেশিন দিয়ে ১৫ থেকে ২০ ফুট গভীর করে তারা লুটে নিচ্ছে ভাঁটিতে। এই মাটি ট্রাকে পরিবহনের জন্য কোটবহুরিয়া এলাকায় লৌহজং নদীতে এবং চান্দুলিয়া এলাকায় ধলেশ্বরী নদীতে বাঁধ দিয়ে নদীর গতিপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে নদী দুটিতে মাছের বংশ নিপাত হয়ে যাচ্ছে।
বহুরিয়া ইউনিয়নের কোটবহুরিয়ায় লৌহজং নদীর পাড় এবং চান্দুলিয়ায় ধলেশ্বরী নদীর সিন্ধুকের কুমের পাড়ে সরেজমিন গিয়ে দেখা গেছে মাটি লুটের মহোৎসব। কোটবহুরিয়ায় লৌহজং নদীতে বাঁধ দিয়ে পশ্চিম পাড় থেকে ফসলি জমি ও নদীর পাড় কেটে প্রতিদিন শত শত ট্রাক মাটি ওই এলাকার আশপাশের ইটভাঁটিতে নেওয়া হচ্ছে। এই বাঁধের ওপর দিয়ে মাটিভর্তি ট্রাক হরদম চলাচল করতে দেখা গেছে।

এখানে বিশাল এলাকাজুড়ে চলছে মাটি লুটের মহোৎসব। সাতটি ভেকু মেশিন দিয়ে চলছে মাটি কাটার কাজ। মাটিভর্তি ট্রাকের চাকার আঘাতে গ্রামীণ রাস্তা ভরে যাচ্ছে খানাখন্দক। একই  সঙ্গে পরিবেশ হচ্ছে ধূলিময়। এই মাটি লুটের মহোৎসব দেখার যেন কেউ নেই।    
এক্সকেভেটর ড্রাইভার খোকন মিয়া জানান, তিনি মীর দেওহাটা গ্রামের শাকিল মিয়া ও সরোয়ার হোসেনের মাটি কেটে ট্রাকে তুলে দিচ্ছেন। পাঁচদিন ধরে তিনি মাটি কাটছেন বলে জানান। ট্রাক চালক জসিম ও নাদিম জানান, এসএমবি ব্রিকসের মালিক সহিদুর রহমানের নিজস্ব ট্রাক দিয়ে তারা মাটি নিচ্ছেন।

এসএমবি ব্রিকসের মালিক সহিদুর রহমান বলেন, তিনি ২০ দিন ধরে একটি ভেকু মেশিন দিয়ে মাটি কাটছি। এ ছাড়া মীর দেওহাটা গ্রামের জব্বর মনির আকবর জুয়েল বাবু ও ই¯্রাফিল ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নিচ্ছেন। কিন্তু সবাই শুধু আমার দোষ দিয়ে বাঁচতে চায় বলে তিনি জানান। 
উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম বলেন, আমরা বহুবার অভিযান চালিয়েছি এবং জরিমানা করেছি। অনেককে আইনের আওতায় আনা হয়েছে। তবে কোটবহুরিয়া এবং চান্দুলিয়া সিন্ধুকের কুমের পাড়ের বিষয়টি পদক্ষেপ নিতে সহকারী কমিশনারকে (ভূমি) এ নির্দেশ প্রদান করা হয়েছে।

×