ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

৩৫ বছর ধরে ভাত খায় না শরীফ!

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৬:৩২, ৬ জানুয়ারি ২০২৫

৩৫ বছর ধরে ভাত খায় না শরীফ!

ভ্যান চালক শরীফ

আমাদের দেশে বেশিরভাগ মানুষ ৩ বেলা ভাত খেয়ে থাকেন। ভাত না খেলে আমাদের একদিনও চলা মুশকিল। আবার অনেকে দু-এক বেলা রুটি খায়, কিন্ত এবার এমন এক মানুষের সন্ধান মিললো যে কিনা নিয়ম করে দিনে ৩ বেলাতেই রুটি খায়। শুধু তাই নয় ভাত ছাড়া শুধু রুটি খেয়ে জীবনের ৩৫ বছর অতিক্রম করেছেন এই যুবক।

নাম শরীফ হলেও শুধু রুটি খাওয়ার কারনে এলাকার মানুষের কাছে তিনি এখন রুটি শরীফ নামে পরিচিত। ছোট থেকে ভাত বা চালের তৈরি কোনো জিনিস খেতে পারেন না তিনি। আর খেলেও বমিসহ নানা ধরনের শারিরীক সমস্যা দেখা দেয়। তাই কখনো চালের তৈরি কোনো খাবার খাননি তিনি এমনকি কোন আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে সেখানে তাকে রুটি বানিয়ে দিতে হয়। বাকি জীবন রুটি খেয়েই কাটাবেন বলে জানান শরীফ।    

তিনি বলেন, চাউলের তৈরি ভাত, পোলাউ, পায়েশ, খিচুরি এগুলো কিছুই খেতে পারি না আমি। ৩ বেলা রুটিই খাই৷ সারাদিনে ১০-১৫ টা রুটি লাগে। এমনকি বিয়ের সময় ৩ বেলা রুটি বানাতে হবে সেই শর্ত দিয়ে ১০ বছর আগে বিয়ে করেন তিনি৷ তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

শরীফের মা জানান, ৬ মাস বয়সে ভাত নরম করে শরীফের মুখে দিতে বমি করে ফেলে দিত সে। এরপর আটার রুটি বানিয়ে মুখে দিলে সে তা খেতে শুরু করে। সেই থেকে এখন পর্যন্ত রুটি খেয়ে চলছে তার জীবন। ৩৫ বছর ধরে একজন মানুষ শুধু রুটি খেয়ে জীবনযাপন করছেন এমন খবরে প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ আসে শরীফকে দেখার জন্য।  

এলাকাবাসীরা বলেন, আশেপাশে অনেক শরীফ আছে কিন্ত রুটি শরীফ বললে সবাই চিনে। ভাত খাওয়ানোর জন্য অনেক ডাক্তার, আশেপাশে কবিরাজ দেখানো হয়েছে তাকে কিন্ত কেউ কখনো খাওয়াতে পারেনি৷ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের রামখারোয়া গ্রামের বাসীন্দা শরীফ পেশায় একজন ভ্যান চালক। 

রিফাত

×