ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

নেত্রকোনায় এয়ারগানসহ ৩ যুবক আটক

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা।।

প্রকাশিত: ১৫:৫৩, ৫ নভেম্বর ২০২৪; আপডেট: ১৫:৫৭, ৫ নভেম্বর ২০২৪

নেত্রকোনায় এয়ারগানসহ ৩ যুবক আটক

 

নেত্রকোনার মদন উপজেলার কদমতলি এলাকা থেকে একটি এয়ারগানসহ তিন যুবককে আটক করেছে যৌথবাহিনী। আজ মঙ্গলবার (৫ নভেম্বর)  তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুলিয়াটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে কামরুল ইসলাম, মদন দক্ষিণপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে ছোটন মিয়া ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে দীপু। মদন থানার ডিউটি অফিসার এসআই শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে অপরাধচক্রের অবস্থানের খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা মদন ইউনিয়নের কদমতলি এলাকায় অভিযান পরিচালনা করেন।  এ সময় একটি এয়ারগান ও একটি মোটরসাইকেলসহ ওই তিনজনকে আটক করা হয়। আটকৃতদের মদন থানায় সোপর্দ করা হয়েছে।  

  

সাইফুল

×