ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রাহায়ণ ১৪৩১

ধুনটে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা,ধুনট,বগুড়া

প্রকাশিত: ২০:৪৯, ২ নভেম্বর ২০২৪

ধুনটে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

বগুড়ার ধুনট পৌর বিএনপির ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীর করার লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৭টায় চরধুনট এলাকায় কর্মী অনুষ্ঠিত হয়।

কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা কমিটির নির্বাহী সদস্য পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল। প্রধান বক্তব্য হিসাবে বক্তব্য রাখেন জেলা কমিটির নির্বাহী সদস্য পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছানোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড বিএনপির সাধরাণ সম্পাদক বাবলু মন্ডল।

৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিম শেখের সভাপতিত্বে ছাত্রদল নেতা আলম হাসানের সঞ্চালনায় কর্মী সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বিএনপিন নেতা হানিফ প্রামানিক, সোলাইমান আলী, বেলার হোসেন, মোহাম্মদ আলী, বিপ্লব হোসেন, মুসলিম প্রামানিক, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন যুবদল নেতা সোহেল রানা, শ্রমিকদল নেতা খোরশেদ আলম, মিরাজ হোসেন ছাত্রদল নেতা পারভেছ।

×