টঙ্গীবাড়ি- ঢাকা সড়কের টঙ্গীবাড়ি ভূমি অফিস পয়েন্টে অবরোধ এবং মানববন্ধন হয়েছে।
নির্বাচিত সাধারণ সম্পাদক আহসান কবির হালদারকে বাদ দিয়ে পৌনে ৩ বছর পর মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিয়ে জেলা কমিটির বিরুদ্ধে বিক্ষোভ করে টঙ্গীবাড়ি- ঢাকা সড়কের টঙ্গীবাড়ি ভূমি অফিস পয়েন্টে অবরোধ এবং মানববন্ধন হয়েছে। এই সময় প্রায় আধা ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজ আল আসাদ বারেকের নেতৃত্বে এই কর্মসূচিতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের দুই সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেয়। প্রথমে তারা মুক্তিযুদ্ধের ভাস্কর্য চত্বরে অবস্থান নেয়। এই সময় টায়ার জ্বালিয়ে এবং ভাংচুর ও প্রতিবাদ জানায়। পরে বিক্ষোভ করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরের আরেক প্রান্ত ভূমি অফিস চত্ত্বরে অবস্থান নিয়ে অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাফিজ আল আসাদ বারেক বলেন, সাধারণ সম্পাদক পদে আহসান কবির হালদার ২৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম রাব্বানী শান্ত পেয়েছিলেন ১৪৪ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী বেলায়েত হোসেন লিটন মাঝি পেয়েছেন ৬৯ ভোট। সর্বনিম্ন অবস্থানে থাকা সেই বেলায়েত হোসেন লিটন মাঝিকেই এই বির্তকিত কমিটির সাধারণ সম্পাদক উল্লেখ করা হয়েছে। আর দ্বিতীয় স্থানে থাকা গোলাম রাব্বানী শান্তকে রাখা হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক। সাথে ২০২১ সালের ৬ অক্টোবরে এই ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলদের ভোটে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের পাঠানো পূর্ণাঙ্গ কমিটির অধিকাংশেরই স্থান হয়নি এই কমিটিতে। তাই ক্ষোভে ফুঁসছে নেতা-কর্মীরা।
তাসমিম