ঢাকা, বাংলাদেশ   রোববার ১০ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রাহায়ণ ১৪৩০

প্রেমের ব্যর্থতা মুছতে দুধ দিয়ে গোসল

নিজস্ব সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ 

প্রকাশিত: ১৯:০০, ২৮ সেপ্টেম্বর ২০২৩

প্রেমের ব্যর্থতা মুছতে দুধ দিয়ে গোসল

দুধ দিয়ে গোসল করছে সুরমান মোল্লা

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রেমের ব্যর্থতা মুছতে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেছে সুরমান মোল্লা (২২)। 

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মুকসুদপুর উপজেলার টেংরাখোলা খালে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন তিনি। সে উপজেলার টেংরাখোলা গ্রামের মিজান মোল্লার ছেলে। সে সরকারি ফরিদপুর রাজেন্দ্র কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী। এসময় প্রায় ৫ শতাধিক উৎসুক জনতা এই ঘটনা উপভোগ করে। শুধু তাই নয় এসময় তিনি উৎসুক জনতার মাঝে মিষ্টি বিতরণ করে। 

সুরমান মোল্লা জানান, নবম শ্রেণীতে পড়াকালিন সময়ে একই গ্রামের এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। পাঁচ বছর ধরে তাদের দু’জনের প্রেমের সম্পর্ক। গত ২২ সেপ্টেম্বর সেই মেয়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। এতদিনের প্রেমের বিচ্ছেদ সে মানতে না পেরে ভেঙ্গে পড়ে। 

আত্মহত্যার মতো পথও সে বেছে নিতে চেয়েছিলো। কিন্তু পরবর্তীতে তার বন্ধুদের পরামর্শে এই ব্যর্থতার শোক কাটিয়ে উঠতে দুধ দিয়ে গোসল করে নতুন করে জীবন শুরু করতে চায়। 

 

এস