
বাঘাইর মাছ
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বাঘাইর মাছ। সেই মাছ ১২০০ টাকা কেজি দরে ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার সকালে বিক্রির জন্য মাছটি ঝিটকা বাজারে নিয়ে আসেন উপজেলার চালা ইউনিয়নের সাটি নাওদা গ্রামের জেলে আইয়ূব আলী।
জেলে আইয়ূব আলী বলেন, ‘গতকাল রাতে পদ্মা নদীতে ২৫ কেজি ওজনের এই বাঘাইর মাছটি আমার জালে ধরা পড়ে। মাছটি অনেক বড় হওয়ায় একক ক্রেতা না পাওয়ায় কেটে প্রতি কেজি ১২০০ টাকা করে বিক্রি করেছি। সব মিলে মাছটি বিক্রি করে ৩০ হাজার টাকা পেয়েছি’।
মাছ কিনতে আসা ফরিদ হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘দীর্ঘদিন পর ঝিটকা বাজারে এতো বড় মাছ উঠেছে। এমন বড় মাছ সচারাচর বাজারে দেখা যায় না। মাছটি অনেক বড় হওয়ায় সেটাকে কেটে কেজি দরে বিক্রি করা হয়েছে। আমিও ১২০০ টাকা দিয়ে এক কেজি কিনেছি। নদীর মাছ খেতে অনেক সুস্বাদু হয় বলেই কিনেছি’।
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ফরমান আলী বলেন, ‘ঝিটকা বাজারে ২৫ কেজি ওজনের বাঘাইর মাছ বিক্রি হয়েছে বলে শুনেছি। এ সময়ে পদ্মায় বোয়াল, কাতল, চিতল, আইড়সহ অনেক বড় বড় মাছ ধরা পরে। হরিরামপুরের পদ্মা নদী মাছের প্রজননের একটা জায়গা বলে এখানে মাঝে মাঝেই বড় বড় মাছ জালে ধরা পড়ছে’।
এস