ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গুঁড়িয়ে দেওয়া হলো কাউন্সিলরের মার্কেট

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ২২:১৪, ৩০ মে ২০২৩

গুঁড়িয়ে দেওয়া হলো কাউন্সিলরের মার্কেট

রাজশাহীর গোদাগাড়ীতে রেলের জমিতে গড়ে তোলা মার্কেট ধ্বংস

অবশেষে গুঁড়িয়ে দেওয়া হলো রাজশাহীর গোদাগাড়ী ঘুণ্টিঘর এলাকায় রেলের সরকারি জমি দখল করে অবৈধভাবে বানানো প্রভাবশালী কাউন্সিলর মনিরুল ইসলামের মার্কেট। সোমবার সকালে দিনভর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোদাগাড়ী সহকারি কমিশনার (ভূমি) সবুজ হাসানের উপস্থিতিতে পুলিশের সহায়তায় বুলডোজার দিয়ে ভবনটি ভাঙার কাজ শুরু করে। এর আগেও একাধিকবার মার্কেটটি এলজিইডি কর্তৃপক্ষ ভাঙতে গেলে প্রভাবশালী কাউন্সিলর ও তার সহযোগীদের প্র্রভাবে তা সম্ভব হয়নি। এ নিয়ে ওই এলাকায় স্থানীয় জনসাধারণের মধ্যে ক্ষোভ ছিল।

গোদাগাড়ী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মুনসুর রহমান বলেন, জেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তার নির্দেশনায় এ ভবন ভাঙা হয়েছে। গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান বলেন,  জেলা প্রশাসন থেকে এই ভবন ভাঙার নির্দেশ এসেছে। আমরা আইন মেনেই সকল কাজ করছি। ভবটির কারণে রাস্তাটি চালু করা যাচ্ছিল না। এখন রাস্তাটি চালু হলে হাজারো মানুষের উপকার হবে।

×