ঢাকা, বাংলাদেশ   সোমবার ১১ ডিসেম্বর ২০২৩, ২৭ অগ্রাহায়ণ ১৪৩০

বিশ্ব ঐতিহ্যের বাগেরহাট জেলা পর্যটনের অপার সম্ভবনা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ২২:১৪, ২৭ সেপ্টেম্বর ২০২৩

বিশ্ব ঐতিহ্যের বাগেরহাট জেলা পর্যটনের অপার সম্ভবনা

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে লাঠি খেলা

‘পর্যটন শিল্পে এক অপার সম্ভাবনার নাম বাগেরহাট। দেশের দু’টি বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ও ষাটগম্বুজ মসজিদ-সহ অসংখ্য প্রত্নত্ত্বাতিক নিদর্শন অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এবং গৌরবময় ঐতিহ্য ও সংস্কৃতির রয়েছে এ জেলার। 

তাই পর্যটন শিল্পে বাগেরহাটের বহুমাত্রিক সম্ভাবনাকে সমৃদ্ধ অর্থনৈকিত উন্নয়ন সমন্বিত উদ্যোগে কাজে লাগাতে হবে।’ ইতিমধ্যে এ ব্যাপারে নানামূখী কার্যকর পদক্ষেপ গ্রহন করা হয়েছে বলে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন বলেন।

বুধবার দুপুরে বাগেরহাটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে স্থানীয় স্বাধীনতা উদ্যানে ৪ দিন ব্যাপী মেলার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। দিনটি উপলক্ষে সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সামনে থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্নাঢ্য মোটর শোভাযাত্রা বের করা হয়। 

 

শোভাযাত্রায় বিভিন্ন দপ্তর প্রধান ও পর্যটন প্রেমিরা নিজ নিজ গাড়ি নিয়ে অংশগ্রহন করেন। খুলনা-বাগেরহাট মহাসড়ক দিয়ে নতুন পুলিশ লাইন্স, দশানী ট্রাফিক মোড়, বাসস্ট্যান্ড ট্রাফিক মোড় ও সাধনার মোড় ঘুরে শোভাযাত্রাটি শালতলা মোড়স্থ জেলা পরিষেদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। সেখানে ফিতা কেটে ৪ দিন ব্যাপী ‘পর্যটন মেলা’র উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন। পরে অতিথিগণ পর্যটন মেলায় আসা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। দেশীয় ও ঐতিহ্যবাহী বিভিন্ন পন্য দেখে সন্তোষ প্রকাশ করেন অতিথিগণ।

জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য দেন, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মোশাররফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, প্রত্নতত্ব অধিদপ্তর, বাগেরহাটের কাস্টোডিয়ান মোঃ জায়েদ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শওকত হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন প্রমুখ।


পযটন দিবস আয়োজিত চারদিন ব্যাপি মেলায় বিভিন্ন দেশীয় ও ঐতিহ্যবাহী পন্য নিয়ে ২০ প্রতিষ্ঠান স্টল দিয়েছে। পযটন দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন ও লাঠিখেলা ইত্যাদি নানা অনুষ্টানের আয়োজন করা হয়। 

এস