ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

অবৈধ ইটভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি

প্রকাশিত: ২০:০৫, ১১ ফেব্রুয়ারি ২০২৩

অবৈধ ইটভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা

অবৈধ ইটভাটা

খাগড়াছড়ির সদর উপজেলার কমলছড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইটভাটা চালাচ্ছেন গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা। ইটভাটায় ড্রাম চিমনি ব্যবহার নিষিদ্ধ থাকলেও তা মানছিল না  এই সাবেক চেয়ারম্যান। এছাড়া বনের কাঠ ও ফসলি জমি ব্যবহার করে অবৈধ ভাটা চালিয়ে জনভোগান্তি তৈরি করছিল। সেই ভাটার বিরুদ্ধে এবার অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (১১ফেব্রুয়ারি) সকালে জেলা সদরের কমলছড়ি ইউনিয়নের মারমা পাড়া এলাকায় চেয়ারম্যানের মালিকাধীন জি এন্ড সন্সকে এক লক্ষ টাকা জরিমানা করেছে খাগড়াছড়ি ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো.এরফান উদ্দিন। এসময় ১ জন আটক করা হলেও পরে জরিমানা টাকা জমা দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া খাগড়াছড়ি ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো.এরফান উদ্দিন জানান,‘জ্বালানি কাঠ ব্যবহারসহ ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ মোতাবেক জি এন্ড সন্সকে জরিমানা করা হয়। একই সাথে ভাটা মালিককে সর্তক করা হয়েছে । এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানান তিনি। 

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×