ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

মোংলা ইপিজেডের কারখানায় অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ১৭:৩৫, ৩১ জানুয়ারি ২০২৩; আপডেট: ১৮:১৭, ৩১ জানুয়ারি ২০২৩

মোংলা ইপিজেডের কারখানায় অগ্নিকাণ্ড

অগ্নিকান্ড

মোংলা ইপিজেডে ভিআইপি-১ কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এদিকে আগুন লাগার খবর পেয়ে বাগেরহাট ও মোংলা ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে সর্ব্বোচ্চ চেষ্টা করছে ফায়ার সার্ভিস ও স্থানীয় শ্রমিকরা।

ভিআইপি কোম্পানির কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আমাদের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি ও শ্রমিকদের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মাহাবুব আহম্মেদ সিদ্দিক বলেন, ইপিজেডে ভিআইপি প্রতিষ্ঠানের একটি ফেব্রিক্স কারখানায় আগুন লাগে। কীভাবে আগুন লাগলো তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার জনকণ্ঠকে বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে গেছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। তারা আগুন নেভানোর চেষ্টা করছে। তবে কারখানার মধ্যে কাপড় থাকায় আগুন নেভাতে খুব কষ্ট হচ্ছে। 

এদিকে স্থানীয় সূত্রে জানাগেছে, কারখানার ওপরে ওয়েল্ডিংয়ের পুলকি নিচে রাখা প্লাস্টিকের ঝুটের ওপর পড়ে আগুনের সূত্রপাত হয়। সেখানে ঝুট ছাড়াও কেমিকেল থাকায় আগুন ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে কারখানাটি ভষ্মিভূত হয়। 

এতে কমপক্ষে কোটি টাকার বেশী ক্ষয়ক্ষতি হয়েছে। ওই সময় কারখানাটিতে কর্মরত কয়েক’শ শ্রমিক হুড়াহুড়ি করে বাইতে আসার সময় কয়েক জন আহত হয়েছেন। তবে এ ব্যপারে সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভাষ্য পাওয়া যায়নি। 

এমএস

সম্পর্কিত বিষয়:

×