
ফাইল ফটো
উত্তরের হিমেল হাওয়ার ফলে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে শীতের তীব্রতা বেড়েছে। শুক্রবার বিকেল থেকে হিমেল হাওয়া বইতে শুরু করে।
শনিবার সকাল থেকে রাস্তাঘাটে লোকজন কম দেখা গেছে। তারপরও কিছু মানুষ শীতে জবু থবু হয়ে কাজের সন্ধ্যানে বের হতে দেখা গেছে। এর মাঝে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় রিকশায় উঠছে না যাত্রীরা। আয় কমে হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষরা।
রিকশাচালক নুর মিয়া (৪৮) বলেন, খুব ভোরে বাইর হছি অহন পর্যন্ত (সকাল ৯টা পর্যন্ত) ১৫ টাকা ভাড়া পাইছি।
ব্যাটারি চালিত রিক্সাচালক ছিদ্দিক মিয়া (৩৮) সকাল সকাল বাইর অছি অহন পর্যন্ত কালিবাজার থেকে ৩০ টাকা ভাড়া বাইছি। গ্যাসের টিয়াও অয়নি। ক্যামনে চলুম। এভাবে আরো কয়েকজন সিএনজি চালককে জবু থবু হয়ে ভাড়া না পেয়ে নিজেরাই যাত্রীর সিটে বসে অলস সময় কাটাতে দেখা যায়।
শীত বেড়ে যাওয়ায় বয়স্ক ও শিশুদের মাঝে সর্দি-কাশি দ্রুত ছড়িয়ে পড়ছে। ঠাণ্ডাজনিত কারণে বয়স্করা শ্বাস কষ্ট, এ্যাজমা ও শিশুরা জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে।
এসআর