ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে বিচার শালিসী বৈঠকে দুইটি পক্ষের সংঘর্ষ, আহত ১৫

প্রকাশিত: ২১:২৪, ৫ আগস্ট ২০২০

আড়াইহাজারে বিচার শালিসী বৈঠকে দুইটি পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের আড়াইহাজারে বুধবার দুপুরে বিচার শালিসী বৈঠকে দুইটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১৫ আহত হয়েছে। আহতদের মধ্যে জাহাঙ্গীর আলম, জহিরুল,আল-আমিন, বিল্লাল হোসেন, আলমগীর ও জালাল মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। অন্যরা স্থানীয় বিভিন্ন সেবাকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। স্থানীয় বগাদী এলাকার মনিরুল গ্রুপ ও বাইলাট বগাদী এলাকার ছাত্তার গ্রুপের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে দু’টি পক্ষের মধ্যে আবারো উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে যে কোন সময় আবারো বড় ধরণের সংঘর্ষ লাগার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানান, দুই দিন আগে বাইলাট বগাদী এলাকার এক অটো চালক বেশ কয়েকজন নারী যাত্রী নিয়ে বিশনন্দী ফেরিঘাট এলাকায় যাচ্ছিলেন। একই সময়ে বগাদী এলাকার অপর আরেকটি অটো দিয়ে দুই বখাটে বগাদী এলাকার ফাহিম ও শুভ নারী যাত্রীদের উত্যক্ত করছিলেন। এ নিয়ে আড়াইহাজার- গোপালদী সড়কের বাইলাট বগাদী এলাকায় বাগবিতন্ডার ঘটনা ঘটে। এ নিয়ে পরে বখাটে ও নারী যাত্রীদের পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় বুধবার দুপুরে ফতেপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিচার-শালিসী বসানো হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব মোল্লা সাংবাদিকদের জানান, বিচারে দুই পক্ষের মধ্যে মিমাংসার এক পর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। তবে সামান্য কিছু লোক আহত হয়েছেন। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে সামান্য উত্তেজনা হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
×