ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

ভোলা যাত্রীবাহিবাস থেকে অবৈধ বাগদা চিংড়ি রেনু জব্ধ

প্রকাশিত: ২১:৩১, ২৭ জুলাই ২০১৬

ভোলা যাত্রীবাহিবাস থেকে অবৈধ বাগদা চিংড়ি রেনু জব্ধ

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলা থেকে যাত্রীবাহি বাসে নিষিদ্ধ বাগদা রেনু পাচার হওয়ার সময় পুলিশ অভিযান চালিয়ে জব্ধ করেছে। আজ বুধবার সকালে ভোলা ইলিশা বাস ষ্ট্যান্ড এলাকা থেকে অর্ধলক্ষাধিক টাকার প্রায় ১০ হাজার বাগদা চিংড়ি রেনু জব্দ করে। তবে এসময় পুলিশ রেনু পনার মালিক কাউকে আটক করতে পারেনি। ভোলা মডেল থাার ওসি মীর খায়রুল কবির জানান, জব্দকৃত এসব রেনু পনা পুলিশের চোঁখ ফাঁিক দিয়ে ভোলার বোরহানউদ্দিন থেকে খুলনা যাচ্ছিলো। পুলশ খবর পেয়ে তা জব্ধ করে। পরে ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ হালদারের উপস্থিতিতে পুকুরে রেনু পেনা অবমুক্ত করা হয়।

আরো পড়ুন  

×