ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

কবি বন্দে আলী মিয়ার ১১০তম জন্ম বার্ষিকী আজ

প্রকাশিত: ১৮:২৯, ১৭ জানুয়ারি ২০১৬

কবি বন্দে আলী মিয়ার ১১০তম জন্ম বার্ষিকী আজ

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ দেশের খ্যাতনামা শিশু সাহিত্যিক পল্লী কবি বন্দে আলী মিয়ার ১১০তম জন্মবার্ষিকী আজ। কবি বন্দে আলী স্মৃতি সংসদ দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ১৭ জানুয়ারি ১৯০৬ সালে পাবনা শহরের রাধানগরে কবি বন্দে আলীর জন্ম। তার পিতার নাম উমেদ আলী। বন্দে আলী ১৯১৩ সালে রাধানগর মজুমদার একাডেমী থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। এরপর টাঙ্গাইলের করটিয়া সাদাত কলেজে ইন্টারমিডিয়েট ভর্তি হন। এ সময় প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যক্ষ ইব্রাহিম খাঁর সাহচর্য লাভ করেন। নানা প্রতিকুলতায় তার ইন্টারমিডিয়েট পড়া হয়নি। অতঃপর অধ্যক্ষ ইব্রাহিম খাঁর সহায়তায় বন্দে আলী মিয়া কলকাতায় আর্ট একাডেমিতে ভর্তি হন। সেখানে আর্টের উপর ডিগ্রী নেন। বণাট্য কর্মজীবনের অধিকারি ছিলেন কবি বন্দে আলী মিয়া। তার কর্মময় জীবন কাটে শিক্ষকতা, ব্যবসাসহ বিভিন্ন চাকরিতে। কোন পেশাই কবিকে ধরে রাখতে পারিনি। তিনি ১৯৩০-১৯৫০ সাল পর্যন্ত কলকাতা কর্পোরেশন স্কুলে শিক্ষকতা করেন। এরপর ১৯৫৪ সাল পর্যন্ত ব্যবসা, চাকরিসহ বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। ১৯৬৪ সালে তিনি ঢাকা বেতারে আমৃত্যু রাজশাহী বেতারের শিশু বিভাগের নিজস্ব শিল্পী হিসেবে নিয়োজিত ছিলেন। কবি বন্দে আলী জীবনকালে ৫০ বছরই সাহিত্য সাধনায় নিয়োজিত ছিলেন। কবির সাহিত্য সাধনায় ১৯২৩ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত পূর্ণতালাভ করে। কবি এ সময় বাংলা সাহিত্যে এক বিরল প্রতিভার স্বাক্ষর রাখেন। বন্দে আলীর সাহিত্যকর্মের মধ্যে আগেপড়ি থেকে শুরু করে বাংলা উপন্যাস, শিশু সাহিত্য, নাটক, ছোট গল্প, জীবন কথাসহ প্রকাশিত বই সংখ্যা ২ শতাধিক। গানের জগতেও ছিল তার সরব পদচারণা। তিনি অসংখ্যা গান লিখেছেন। তার গানের বই ‘কলগীতি’। ভারতীয় প্রখ্যাত শিল্পীর কন্ঠে কবির লেখা অসংখ্য গানের ডিস্ক রেকর্ড সংরক্ষিত আছে। তিনি বিভিন্ন দৈনিক সম্পাদনার সাথে সাথে কিশোর পরাগ, শিশু বার্ষিকী ও জ্ঞানের আলোর মত পত্রিকা সম্পদনা করে বিশেষ খ্যাতি অর্জন করেন। কবি বন্দে আলীর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘ময়না মতিরচর’। ১৯৩২ সালের ২৬ জুলাই এক আশীর্বানীতে মন্তব্য করেন, “তোমার ময়নামতীর চর কাব্যখানিতে পদ্মাচরের দৃশ্য এবং তার জীবন যাত্রার প্রত্যক্ষ ছবি দেখা গেল, পড়ে বিশেষ আনন্দ পেয়েছি। বাংলা সাহিত্যে বিশেষস্থান লাভ করতে পেরেছেন। কবি বন্দে আলী ১৯৬২ সালে শিশু সাহিত্যে অবদান রাখায় বাংলা একাডেমি পুরুস্কার পান। ১৯৬৫ সালে বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি প্রেসিডেন্ট পদক লাভ করেন। ছোট্রমনিদের গল্পদাদুখ্যাত কবি বন্দে আলী মিয়া ২৭ জুন ১৯৭৯ সালে ৭৩ বছর বয়সে রাজশাহীতে মৃত্যুবরণ করেন। তিনি পাবনা শহরের রাধানগরের কবিকাননে চিরনিদ্রায় শায়িত রয়েছেন।
×