ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

বাহিনীর চাকরির চেয়ে জাতীয় দল বড় ॥ সুমন রেজা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:০৫, ৩০ আগস্ট ২০২২

বাহিনীর চাকরির চেয়ে জাতীয় দল বড় ॥ সুমন রেজা

সুমন রেজা

বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগামী ২২ সেপ্টেম্বর কম্বোডিয়া জাতীয় ফুটবল দলের সঙ্গে কম্বোডিয়ায় ১টি এবং ২৭ সেপ্টেম্বর নেপাল জাতীয় ফুটবল দলের সঙ্গে নেপালে ১টি ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করবে

এ উপলক্ষে বাংলাদেশ দলের অনুশীলন সোমবার বিকেলে ঢাকার উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) খেলার মাঠে অনুষ্ঠিত হয়অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ এবং স্ট্রাইকার সুমন রেজা

বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করতেন জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার সুমন রেজাএকই সময় তার ডাক পড়েছিল জাতীয় দলের ক্যাম্পেওকিন্তু একসঙ্গে দুই জায়গায় দায়িত্ব পালন করাটা তার জন্য অনেক সমস্যায় পরিণত হয়েছিলতাই আগামী দিনের কথা ভেবে বিমান বাহিনীর লোভনীয় চাকরি ছেড়েই দিলেনবেছে নিলেন জাতীয় দলকেই

সোমবার অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুমন রেজা এই প্রসঙ্গে বলেন, ‘অনেক খারাপ ও অসহায় বোধ করছিলামকেননা সবাই ন্যাশনাল টিমের ক্যাম্প করছে, অথচ আমি করতে পারছি নাবিষয়টা আমার জন্য ছিল সম্পূর্ণ অন্যরকম অভিজ্ঞতাএটা বলে বোঝানো যাবে নাএকটা শঙ্কার মধ্যেও ছিলাম ক্যাম্পে যোগ দিতে না পারলে যদি বাদ পড়ে যাই!

এজন্য মনের সঙ্গে বোঝাপড়া করেছি-চাকরি বড়, নাকি জাতীয় দল বড়? এই সিদ্ধান্তটা নেয়া সত্যিই অনেক কঠিন ছিলবলতে পারেন এটা আমার জীবনের সবচেয়ে বড় ও দুর্ধর্ষ সিদ্ধান্তযেখানে সহজে কেউ সরকারী চাকরি ছাড়তে চায় না, সেখানে আমি ছেড়ে দিলামদুটি একসঙ্গে চালিয়ে যাওয়া আমার পক্ষে অনেক কষ্টকর ছিলএজন্যই সিদ্ধান্ত নেয়াটা অনেক কঠিন ছিলসুমন আরও বলেন, ‘তবে বিমান বাহিনীর চাকরি ছেড়ে দিলেও আমার ফুটবলার হবার পেছনে এই সংস্থার অবদান অস্বীকার করা যাবে না

আমি তাদের কাছে পদত্যাগপত্র জমা দিলেও শুনেছি সেটা এখনও একসেপ্ট করা হয়নিদেখা যাক পরে কি হয়সরকারী চাকরি তো ছেড়ে দিলেন, বিয়ের সময় পাত্রী পেতে যদি সমস্যা হয়? এমন মজার প্রশ্নে সুমনের উত্তর, ‘সরকারী চাকরির চেয়ে জাতীয় দল অনেক বড়আশা করি বিয়ের পাত্রী পেতে সমস্যা হবে নাকেননা আমি প্রতিষ্ঠিত হতে পারব

বিশ্বনাথ ঘোষ বলেন, ‘অনুশীলন ক্যাম্পের আবহাওয়ার আগের মতোই, তবে এবার একটু ডিফিকাল্টকেননা সবাই লীগ শেষ করে যে যার মতো নিজেদের বাসায় চলে গিয়েছিলামসবাই ফ্যামিলির সাথে ছুটি কাটিয়েছেঅবকাশকালীন কেউই ব্যক্তিগতভাবে ট্রেনিং করেনি, এজন্য এখন ট্রেনিং করতে বেশি কষ্ট হচ্ছেঅনুশীলনের ধরন প্রসঙ্গে বিশ্বনাথের ভাষ্য, ‘কোচ বলেছেন এই সপ্তাহের পুুরোটাই আমাদের পাওয়ার ফিটনেস ট্রেনিং চলবে

এরপর সপ্তাহান্তে হবে ম্যাচ প্র্যাকটিসবিশ্বনাথ আরও যোগ করেন, ‘একজন প্রফেশনাল প্লেয়ার হিসেবে সবকিছুতেই ফোকাস রাখতে হবেহানড্রেড প্লাস মিনিট ট্রেনিংয়ের ওপরেই কোচ বেশি জোর দিচ্ছেনএটা ঠিকমতো করতে পারলে হয়তো ১২০ মিনিট ধরে খেলা আমাদের জন্য কঠিন কিছু হবে না

×