বিরাট কোহলি
বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন তিনি। ক্রিকেটের সব ফরম্যাটেই রান করেছেন। ৩৩ বছর বয়সেও তার ফিটনেস সবাইকে অবাক করেছে। খেলাধুলোর মতো লেখাপড়াতেও কী ভাল ছিলেন বিরাট কোহলি! মাধ্যমিকে কত নম্বর পেয়েছিলেন তিনি? নিজের মাধ্যমিকের মার্কশিট প্রকাশ্যে এনেছেন এই ক্রিকেটার।
নেটমাধ্যমে নিজের মাধ্যমিকের মার্কশিটের ছবি পোস্ট করেছেন বিরাট কোহলি। ক্যাপশনে লিখেছেন, মার্কশিটে সবার তলায় যে জিনিসটা থাকে সেটাই যখন আপনার জীবনের সঙ্গে জড়িয়ে যায়, সেই কথাটা ভেবে খুব মজা লাগে।
কোহলি নিজের যে মার্কশিটের ছবি দিয়েছেন তাতে দেখা যাচ্ছে, একমাত্র ইংরেজিতে এ প্লাস পেয়েছিলেন তিনি। ইংরেজিতে কোহলি পেয়েছিলেন ৮৩। এ ছাড়া হিন্দিতে ৭৫, অঙ্কে ৫১, বিজ্ঞান ও প্রযুক্তিতে ৫৫, সমাজ বিজ্ঞানে ৮১ ও ইন্ট্রোডাকটরি আইটিতে ৭৪ পেয়েছিলেন তিনি। আর খেলাধুলায়? তার তো কোনো পরীক্ষাই ছিল না। সে ক্ষেত্রেই বিশ্বজোড়া খ্যাতি হয়েছে তার। সেটাই মার্কশিটে বোঝাতে চেয়েছেন কোহলি।
এই মুহূর্তে আইপিএলের প্রস্তুতিতে ব্যস্ত বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের জিমে অনেকটা সময় কাটাচ্ছেন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
এসআর